West Bengal News: ঘরের বিছানা থেকে উদ্ধার ছাত্রীর নিথর দেহ, দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ এলাকায়

Published : Jun 18, 2025, 02:27 PM IST
uttara pradesh crime

সংক্ষিপ্ত

West Bengal News: ঘর থেরে রহস্যজনক ভাবে উদ্ধার নাবালিকা ছাত্রীর দেহ। ঘটনার খবর চাউর হতেই শোরগোল এলাকায়। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

West Bengal News: রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নবম শ্রেণির এক ছাত্রীর। এরপরই উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের বেতবেড়িয়া এলাকা। গত সোমবার দুপুরে নিজের বাড়ির বিছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বছর চোদ্দোর ওই ছাত্রীর দেহ। দেহে ছিল একাধিক আঁচড়ের দাগ ও গলায় কালসিটে ছাপ। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। মৃতদেহ ময়নাতদন্ত থেকে বাড়ি আনার পর প্রতিবাদে মঙ্গলবার বিকাল থেকেই সন্ধ্যা সাতটা পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তায় নামে দোষীর শাস্তির দাবিতে।

জানা গিয়েছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীটি তার দাদার সঙ্গে থাকত। প্রায় দু’বছর আগে পিতৃহীন হয় সে। সম্প্রতি, ছাত্রীটির মা প্রতিবেশী এক ব্যক্তিকে বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন। ঘটনার দিন, রবিবার রাতে দাদা নাইট ডিউটিতে চলে যাওয়ার পর সোমবার দুপুরে মা তার মেয়ের সঙ্গে দেখা করতে এলে এই দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। মঙ্গলবার ময়নাতদন্ত করে দেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়।

অভিযোগ, মৃতদেহের পাশে পড়ে ছিল একটি গামছা, আর বিছানাতেই ছিল নিথর দেহটি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ছাত্রীটির মা ও সৎ বাবাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। এই ঘটনার প্রতিবাদে হাতে পোস্টার, মুখে ছিল স্লোগান — “উই ওয়ান্ট জাস্টিস”, “দোষীদের ফাঁসি চাই”, “এনকাউন্টার করে মারো”।

প্রতিবাদে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা হীরেন রায় বলেন, ‘’এই মেয়েটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এমন বর্বরতা আর কোনও মায়ের সন্তানকে না কেড়ে নিতে পারে।'' এই প্রসঙ্গে মৃতার দাদা বলেন, ‘’কাল রাতে শেষবার কথা হয়েছিল। এদিন সকালে পাড়া থেকে ফোন করে আমায় দ্রুত বাড়িতে আসতে বলা হয়। কী করে এমনটা হল, সেটাই বুঝতে পারছি না।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য