ছুটির দিনে বন্ধ জাতীয় সড়কে যান চলাচল, পানাগড়ে সেনা ছাউনির সামনে গ্যাসের ট্যাঙ্কার লিকে বিপত্তি

Published : Jan 18, 2026, 10:33 AM IST
lorry fire

সংক্ষিপ্ত

Panagarh News:  দিনের ব্যস্ত সময়ে পানাগড়ে বিপত্তি। গ্যাসের ট্যাঙ্কার লিক করে আগুন আতঙ্ক ছড়াল সেনা ছাউনির সামনে। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Panagarh News: পানাগড় সেনা ছাউনির সামনে গ্যাস লিক। বন্ধ জাতীয় সড়কে যান চলাচল। গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করার ফলে ট্রেলার টিকে জাতীয় সড়কের ওপর দাঁড় করিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতা গামি রাস্তায়।

কোথায় ঘটেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা?

জাতীয় সড়কের ওপর গাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে। জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায় বন্ধ হয়ে যায় জান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। 

খবর দেওয়া হয় সংস্থার আধিকারিকদের। প্রায় এক ঘন্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন তারা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান। তবে বড় কোন ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিপদ এড়াতে সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গাড়ির চালক ও খালাসি গাড়ি দাঁড় করিয়ে নেমে নিরাপদ স্থানে চলে যাওয়ায় কারোর কোনও ক্ষতি হয়নি।

অন্যদিকে, আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি সারা। ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে টাটার জমিতে (স্থানীয় নাম) বড় বড় তিনটে হ্যাঙার করা হয়েছে। মূল মঞ্চ যেখানে হয়েছে তার পিছনে তৈরী হয়েছে হেলিপ্যাড। যেখানে প্রধানমন্ত্রীর চপার নামবে। হেলিপ্যাড থেকে বেরিয়ে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ হয়েছে সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।তারপর হবে জনসভা। 

প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে সাজো সাজো রব। জাতীয় সড়কের পাশে সাদা গেরুয়া কাপর দিয়ে বাঁশের ব্যারিকেড তৈরী করা হয়েছে। বিশাল মাঠে সমাবেশে আসা বিজেপি সরমর্থকদের বসার জন্য প্রায় পঞ্চাশ হাজার চেয়ার পাতা হয়েছে।বড় বড় এলইডি স্ক্রিন বাসনো হয়েছে।মাঠের দুই পাশে উত্তর ও দক্ষিন দিকে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। বিজেপি সেচ্ছা সেবকদের নিয়ে মিটিং হয়েছে। 

প্রধানমন্ত্রীর কর্মসূচির নির্ধারিত সময় সিঙ্গুর হেলিপ্যাডে ২ টো ৫০ মিনিটে।৩ টে থেকে ৩০ মিনিট সরকারি অনুষ্ঠান।৩.৪৫ থেকে ৪.৩০ মিনিট পাবলিক মিনিট।তারপরই কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। আর এই সভাকে ঘিরে গত কয়েকদিন ধরে লাগাতার প্রচার চালচ্ছে বিজেপি। মাইক প্রচার থেকে বাইক র‍্যালি পোস্টার তোরণ করা হয়েছে সিঙ্গুরের ঢোকার বিভিন্ন রাস্তায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে বন্ধ জাতীয় সড়কে যান চলাচল, পানাগড়ে সেনা ছাউনির সামনে গ্যাসের ট্যাঙ্কার লিকে বিপত্তি
পশ্চিমবঙ্গ জয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় উন্নয়নের ফিরিস্তি শোনালেন মোদী