জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে নতুন আধার কার্ড লাগবে? বিজ্ঞপ্তি জারি নবান্নের

Published : May 14, 2025, 11:06 AM IST

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এক চালে বিজেপিকে ভোটে মাত করেছে তৃণমূল কংগ্রেস। এবার নয়া নির্দেশিকা জারি। জেনে নিন কী করতে হবে

PREV
111

লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প।

211

আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। পরে তা বাড়ানো হয়।

311

ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকেছে। আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা পেতেন, সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান ১ হাজার টাকা।

411

অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতিমাসে পেতেন ১ হাজার টাকা, সেই জায়গায় এখন তারা পান ১২০০ টাকা।

511

২০২৪ লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে চালিয়েছিল তৃণমূল। বহু জায়গায় এই প্রকল্প নিয়ে বলতে শোনা গিয়েছে রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীদের।

611

এবার এল নয়া আপডেট! জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে লাগবে নতুন আধার কার্ড? নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নের

711

লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য রাজ্য সরকার নতুন একটি নিয়ম চালু করেছে।

811

এই নিয়মে বলা হয়েছে যে সকল উপভোক্তাদের আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক নেই তাদের সম্প্রতি ব্যাংক একাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক এর কাজটি শেষ করতে হবে।

911

কারোর যদি ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ডের লিংক না থাকে তবে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে না।

1011

রাজ্য সরকার মনে করছে আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্ট লিংক করা থাকলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত এই প্রকল্পের টাকা চলে আসবে।

1111

ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকলে আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে বলেও জানিয়েছে সরকার।

click me!

Recommended Stories