- Home
- Business News
- Other Business
- গুরুত্বপূর্ণ ঘোষণা, এই নির্দিষ্ট তারিখের মধ্যে PAN এবং আধার লিঙ্ক করে নিন, না-হলে বাতিল হবে প্যান কার্ড
গুরুত্বপূর্ণ ঘোষণা, এই নির্দিষ্ট তারিখের মধ্যে PAN এবং আধার লিঙ্ক করে নিন, না-হলে বাতিল হবে প্যান কার্ড
প্যান কার্ড ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সিস (CBIT) জানিয়েছে, কিছু প্যান কার্ডধারীকে ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতে হবে, অন্যথায় প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।
- FB
- TW
- Linkdin
)
ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে যে কোনও ধরনের অফিসিয়াল কাজে প্যান কার্ড আবশ্যক। প্যান জমা না দিলে আপনিই পড়বেন বিপদে।
এবার এই প্যান কার্ড নিয়ে প্রকাশ্য এল নয়া তথ্য। নয়া ঘোষাণা করল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সিস।
CBIT জানিয়েছে, কিছু নির্দিষ্ট প্যান কার্ডধারীদের ৩১ ডিসেম্বর ২০২৫-র মধ্য়ে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে।
না হলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
এই নিয়ম মানতে হবে যারা আধার নম্বর পরিবর্তে আধার ইনরোলমেন আই ব্যবহার করে PAN তৈরি করেছেন। তাদের ক্ষেত্রে এই প্রযোজ্য।
নির্ধারিত সময়ের মধ্যে এই লিঙ্ক না হলে কোনও আর্থিক লেনদেন PAN ব্যবহার করা যাবে না।
নির্দিষ্ট সময়সীমার পরে PAN এবং Aadhaar লিঙ্ক করতে গেলে হাজার টাকা জমা দিতে হবে।
অনলাইনে লিঙ্ক করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দেশ অনুসার কর্ম পূরণ করলেই হবে।
এই লিঙ্ক করাতে গেলে NSDL এবং UTIITSL-র নিকটস্থ সেবা কেন্দ্রে যেতে হবে। Annexure- I ফর্ম পূরণ করতে হবে।
এই দ্রুত করিয়ে নিন। না হলে প্যান বাতিল হয়ে গেলে অর্থনৈতিকভাবে অসুবিধায় পড়তে হতে পারে।