আরজিকর কাণ্ডে নয়া মোড়! উদ্ধার হওয়া সন্দীপ ঘোষের ল্যাপটপে লুকিয়ে কী? সিবিআইয়ের হাতে এল হাড় হিম করা তথ্য

Published : Sep 10, 2024, 01:22 PM IST
Sandeep

সংক্ষিপ্ত

আরজিকর কাণ্ডে নয়া মোড়! উদ্ধার হওয়া সন্দীপ ঘোষের ল্যাপটপে লুকিয়ে কী? সিবিআইয়ের হাতে এল হাড় হিম করা তথ্য

সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পরেও তাঁর বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধুমাত্র তাঁর বেলেঘাটার বাড়তেই নয়,তাঁর শ্বশুড়বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়েছেন সিবিআই। এমনকী শ্যালিকার বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই। এবার এই তল্লাশি করেই উদ্ধার হয়েছে বেশ কিছু নথি আর একটি ল্যাপটপ।

সূত্র মারফত জানা গিয়েছে, আরজিকর মামলার তদন্তে এই ল্যাপটপই তদন্তের অনেক বড় হাতিয়ার হতে পারে ইডির। এই ল্যাপটপ সন্দীপের বাড়িতেও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে বহু কষ্টে এই ল্যাপটপ উদ্ধার করে ইডি বলে জানা যায়।

এই ল্যাপটেই প্রচুর দুর্নীতির তথ্য রয়েছে বলে জানা যায়। টেন্ডার সংক্রান্তও প্রচুর নথি রয়েছে এই ল্যাপটপে। এক্সেল ফাইলে রয়েছে প্রচুর টাকার হিসেব। কিছু গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে বলে অনুমান করেছে ইডি। তদন্তে বহু গুরুত্বপূর্ণ নথি পেয়েছে ইডি বলে জানা গিয়েছে। আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন বহু দুর্নীতি করেছে সন্দীপ বলেই অভিযোগ। এরপর তদন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তাই দেখার।

                   আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Kartik Maharaj: বেলডাঙা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য কার্তিক মহারাজের! দেখুন কী বলছেন তিনি
Barasat News: পুলিশের বাধায় স্কুলে ঢোকা গেল না! শেষে ফুটপাতেই হল সরস্বতী পুজো