আরজিকর কাণ্ডে নয়া মোড়! "তাড়াহুড়ো করে দেহ দাহ করা হয়েছে" চাঞ্চল্যকর দাবি করলেন শ্মশান ম্যানেজার

আরজিকর কাণ্ডে নয়া মোড়! " তাড়াহুড়ো করে দেহ দাহ করা হয়েছে" চাঞ্চল্যকর দাবি করলেন শ্মশান ম্যানেজার

Anulekha Kar | Published : Aug 20, 2024 3:25 AM IST / Updated: Aug 20 2024, 08:56 AM IST

আরজিকর কাণ্ডে সামনে এল ভয়ঙ্কর তথ্য! দেহের দাহ প্রসঙ্গে এবার মুখ খুললেন শ্মশানের ম্যানেজার। নির্যাতিতার দেহ জোর করে দাহ করে দেওয়া হয়েছে, এমনই দাবি ছিল নির্যাতিতার বাবার, এবার এই দাবিতেই সায় দিলেন শ্মশান ম্যানেজারও।

নির্যাতিতার শেষকৃত্য নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হয়েছে পুলিশ। এবার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল শ্মশানের ম্যানেজারের থেকে। টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী শ্মশান ম্যানেজার বলেছেন, " বাকি মৃতদেহের আগে আরজি করের নির্যাতিতার দেহের শেষকৃত্য করতে বলে পুলিশ। নির্যাতিতার পরিবার তখনও এসে পৌঁছয়নি। তার আগেই পুলিশ এসেছিল শ্মশানে। তারা আমাদের বলতে থাকে - জলদি করো, জলদি করো।"

Latest Videos

কিন্তু কেন এত তাড়াহুড়ো?

এ প্রসঙ্গে নির্যাতিতার বাবা জানান, "শ্মশানে আমার মেয়ের আগে আরও তিনটি মৃতদেহ ছিল। তবে পুলিশ প্রভাব খাটিয়ে আগেভাগে আমার মেয়ের দেহ দাহ করিয়ে দেয়।"

এদিকে পুলিশের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ নির্যাতিতার মা। তিনি তিনি জানান, "পুলিশ আমাদের সঙ্গে মোটেও সহযোগিতা করেনি, তারা যত তাড়াতাড়ি সম্ভব মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তাদের চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ময়নাতদন্ত সম্পন্ন করা এবং মৃতদেহ সরিয়ে নেওয়া।"

Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024