আগামী ২৩ সে নভেম্বর ২০২৪ রাজ্যের রাজ্যপাল হিসাবে দু বছর পূর্ণ করছেন সি ভি আনন্দ বোস। সেই জন্য নভেম্বর মাস ব্যাপী ‘আপনা ভারত - জাগতা বেঙ্গল’ কর্মসূচি নেওয়া হল রাজ ভবনের পক্ষ থেকে।
আগামী ২৩ সে নভেম্বর ২০২৪ রাজ্যের রাজ্যপাল হিসাবে দু বছর পূর্ণ করছেন সি ভি আনন্দ বোস। সেই জন্য নভেম্বর মাস ব্যাপী ‘আপনা ভারত - জাগতা বেঙ্গল’ কর্মসূচি নেওয়া হল রাজ ভবনের পক্ষ থেকে। এই কর্মসূচির অন্তর্গত ৯ টি প্রকল্প উদ্বোধন করলেন রাজ্যপাল। মধ্যে আর জিকর কাণ্ডের জেরে আভয়া প্লাস নামের প্রকম্প, দুয়ারে রাজ্যপাল ও আরও একাধিক প্রকল্প।