Abhijit Gangopadhyay: সংসদে প্রথম দিন মুখ খুলেই বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, কী বললেন তমলুকের সাংসদ

তমলুকের নবনির্বাচিত বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন বুধবার। তিনি বলতে ওঠার সঙ্গে সঙ্গেই তাঁকে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নাম করে খোঁচা দেন অসমের গৌরব গগৈ।

 

সাংসদ হিসেবে সংসদে বক্তব্যের প্রথম দিনেই বিতর্কে জড়ালের তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় বক্তব্য রাখতে উঠে তিনি অসমের সাংসদ তথা কংগ্রেস নেতার সঙ্গে রীতিমত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। অংসসীয় শব্দের ব্যবহার করার অভিযোগ তুলে সরব হন বিরোধী সদস্যরা।

তমলুকের নবনির্বাচিত বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাজেট বিতর্কে অংশ নিয়েছিলেন বুধবার। তিনি বলতে ওঠার সঙ্গে সঙ্গেই তাঁকে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের নাম করে খোঁচা দেন অসমের গৌরব গগৈ। সেই সময়ই মেজাজ হারিয়ে গৌরব গগৈকে লক্ষ্য করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্টুপিট মন্তব্য করেন। তিনি বলেন, 'নির্বোধের মত কথা বলবেন না।' অভিজিতের এই মন্তব্যের প্রতিবাদে সরব হয় বিরোধী সদস্যরা। পরে বিরোধীদের চাপে পড়ে স্পিকারের নির্দেশে লোকসভার কার্যবিবরণী থেকে অভিজিতের মন্তব্য বাদ দেওয়া হয়েছে।

Latest Videos

গত মার্চ মাসে লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেন। তারপর সরাসরি ভোটের লড়াইতে বিজেপি হয়ে সামিল হন। সেই সময়ই একটি টেলিভিশন চ্যানেলে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কার পক্ষে- গান্ধী না গডসে। সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অভিজিৎ বলেছিলেন তিনি একনই এই প্রশ্নের জবাব দেবেন না। বাজেট বক্তৃতার সময় সেই প্রসঙ্গ তুলেই গৌরব গগৈ অভিজিৎকে খোঁচা দেন। তাতেই মেজাজ হারান অভিজিৎ। জড়িয়ে পড়েন বিতর্কে।

বিচারপতি থাকার সময় থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর রায় ও হাইকোর্টে তাঁর পর্যবেক্ষণ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু সাংসদ হওয়ার পরেও সেই বিতর্ক তাঁর পিছু ছাড়ল না। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury