স্বামীর মৃতদেহ-র উপরে ঝাঁপিয়ে পড়লেন বৃদ্ধা! শোকে কাতর হয়ে বুকে মাথা রাখলেন, তারপর যা হল, জানলে চোখে জল আসবে

Published : Jul 25, 2024, 03:41 PM ISTUpdated : Jul 25, 2024, 03:44 PM IST
Lovers

সংক্ষিপ্ত

স্বামীর মৃতদেহ-র উপরে ঝাঁপিয়ে পড়লেন বৃদ্ধা! শোকে কাতর হয়ে বুকে মাথা রাখলেন, তারপর যা হল জানলে চোখে জল আসবে

বাড়ির সামনে এসেছে স্বামীর লাশ। কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। এরপর মৃত স্বামীর দেহের উপরে ঝাঁপিয়ে পড়লেন স্ত্রী। কান্নায় ভেঙে পড়লেন। তারপর স্বামীর বুকে মাথা রাখতেই নিথর হয়ে গেল দেহ। স্বামীর বুকে মাথা রেখেই জ্ঞান হারালেন বৃদ্ধা। প্রথমে তিনি শোকে অজ্ঞান হয়েগিয়েছেন বলে ভউল করেছিলেন পরিবারের লোক। পরে বারবার মুখে জলের ঝাপটা দিয়েও জ্ঞান ফিরল না তাঁর। এরপর চিকিৎসককে ডাকা হলে তিনি দেখেন হার্ট বিট বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধার। স্বামীর মরদেহর উপরে পড়েই মারা গিয়েছেন তিনি। চোখ ভিজিয়ে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়।

জানা গিয়েছে, শঙ্কর মণ্ডল ও নিয়তি মণ্ডলের প্রায় পঞ্চাশ বছর আগে বিয়ে হয়। মৃত্যুর সময় শঙ্করের বয়স ৮৫ বছর এবং নিয়তির বয়স ৬৮ বছর হয়েছিল। এই মৃত দম্পতির একটি ছেলে এবং দুটি মেয়ে রয়েছে। প্রত্যেকেই বিবাহিত।

নাতি-নাতনি নিয়ে ভরা সংসার ছিল তাঁদের। কিন্তু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শঙ্কর। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দিন কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর তাঁকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে মৃত্যু হয় শঙ্করের। পরে তাঁর দেহ বাড়িতে নিয়ে এলে শোকে কাতর হয়ে গিয়ে তাঁর দেহের উপরেই মৃত্যু বরণ করেন তাঁর স্ত্রী নিয়তি..

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে