'জুনিয়র ডাক্তাররা দয়িত্বজ্ঞানহীন!' আরজি করের আন্দোলনকারীদের ধুয়ে দিলেন অভিজিৎ, প্রশংসা মমতার

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আরজি করের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত রয়েছে। যার কারণে রোগীরা সমস্যায় পড়েছেন।

 

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ-সহ ১০ দফা দাবিতে গত দুই মাস ধরেই আন্দোলন চলছে। একটা সময় আরজি করের আন্দোলনে সামিল হয়েছিলেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই জুনিয়র ডাক্তারদের তীব্র সমালোচনা করেন। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি জুনিয়র ডাক্তারদের দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করছেন। পাল্টা তাঁর প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি মমতাকে মানবিক বলেছেন।

জুনিয়র ডাক্তারাদের সমালোচনাঃ

Latest Videos

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আরজি করের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত রয়েছে। যার কারণে রোগীরা সমস্যায় পড়েছেন। রোগীদের সমস্যায় ফেলার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডাক্তারদের দায়িত্বজ্ঞানহীন বলেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের মতই বলেছেন আন্দোলনকারীদের সাহাস্য করছে সিপিএম ও অতিবামপন্থী মানুষজন। অভিজিৎ বলেন,'দু'মাস ধরে লাগাতার রোগীদের হয়রানি হতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের জন্য।এতে জুনিয়র ডাক্তারদের দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যাচ্ছে।' তিনি বামদের আক্রমণ করে বলেন, 'ডাক্তাররা যতই নিজেদের অরাজনৈতিক বলুন না কেন, ডাক্তারদের এই আন্দোলনের পিছনে একটি রাজনৈতিক দল জড়িত রয়েছে। নাম নিচ্ছিল না। ডাক্তারদের অরাজনৈতিক নন।' তিনি আরও বলেছেন, এই ডাক্তারদের পিছনে একটা মোটামুটি প্রতিষ্ঠিত দল রয়েছে। সিপিএম-এর কিছু অংশ রয়েছে। অতি বাম কিছু ইবয়বহীন গোষ্ঠীই এই আন্দোলনের নেপথ্যে রয়েছে। তিনি আরও বলেন, সিপিএম-এর বহু নেতা বা নকশালদের বেশ কয়েকজনকে ডাক্তারদের আন্দোলনে দেখা গিয়েছে।

আরজি কর কাণ্ডে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্য়ায় ডাক্তারদের চকরি থেকে বাদ দেবেন। এখনও তঁর মানবিক মুখ দেখা যায়।' তিনি আরও বলেন, ডাক্তাররা ভুল করছেন। এটা কোনও আন্দোলনই হচ্ছে না। তিনি বলেন এই আন্দোলন অন্ধকার গলিতে ঢুকে গিয়েছে। তিনি আরও বলেন, 'মনে রাখতে হবে যে মানুষ নির্যাতিতার বিচার চাইছে, ডাক্তারদের ভারতনাট্যম দেখার জন্য মানুষ যাচ্ছে না।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech