ভোটের আগে বিপদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-বাজারে আসতে চলেছে প্রাক্তন বিচারপতির বিস্ফোরক ভিডিও! কী রয়েছে তাতে?

Published : May 09, 2024, 01:32 PM IST
Mamata Banerjee targeted Abhijit Ganguly at TMC rally bsm

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই স্টিং কাণ্ডে সিবিআই-র কাছে জমা পড়েছে অভিযোগ। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ওপর হতে পারে স্টিং অপারেশন। এমনটাই আশঙ্কা করছেন তমলুকের ক্যান্ডিডেট।

সন্দেশখালি কান্ডের পর এখন সেখাকার স্টিং অপারেশনকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ভোটের আগে হালে পানি পেতে একেই আঁকড়ে ধরেছে তৃণমূল কংগ্রেস। জায়গা ছাড়তে রাজি নয় বিজেপিও। তবে এবার স্টিং অপারেশন ও ভিডিও-র বিষয় বিস্ফোরক মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ইতিমধ্যেই স্টিং কাণ্ডে সিবিআই-র কাছে জমা পড়েছে অভিযোগ। বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির ওপর হতে পারে স্টিং অপারেশন। এমনটাই আশঙ্কা করছেন তমলুকের ক্যান্ডিডেট। সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী বলেন, সন্দেশখালি কাণ্ডের পর নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে ফের বাজারে ছড়ানো হতে পারে ফেক ভিডিও। ভিডিও প্রকাশ পেলে তা দেখার পর তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতির। ভিডিও যে জাল সেটা নিজেই বুঝিয়ে দেবেন তিনি। করবেন ‘দুধ কা দুধ পানি কা পানি।’

তমলুকের বিজেপি প্রার্থীর দাবি, যে ভিডিয়োই সামনে আসুক না কেন সেটা ডাহা মিথ্যা। একেবারেই ফেক। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করেন মিস্টার গঙ্গোপাধ্যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ