"মঞ্চে উঠতে দেওয়া হয়নি" কাঞ্চন মল্লিকের ঘটনার পর ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Published : May 09, 2024, 11:53 AM ISTUpdated : May 09, 2024, 11:56 AM IST
 kalyan banerjee

সংক্ষিপ্ত

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের উপরে গুরতর অভিযোগ! তৃণমূলের সভামঞ্চে বিদায়ী সাংসদকে উঠতে দিলেন না কল্যাণ!

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের উপরে গুরতর অভিযোগ! তৃণমূলের সভামঞ্চে বিদায়ী সাংসদকে উঠতে দিলেন না কল্যাণ! বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

এই মঞ্চেই বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে মঞ্চের পিছনে থাকতে দেখা গিয়েছে। কেন তিনি মঞ্চে ওঠননি জিজ্ঞাসা করতেই কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি,

অপরূপা জানান, “সব তো ক্যামেরাবন্দি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মঞ্চে উঠতে দেননি। তিনি তফসিলি, দলিত, সংখ্যালঘুদের বিপক্ষে। আমি এখনও দলের দু’বারের সাংসদ।”

এই বছর ভোটের টিকিট পাননি অপরুপা তার বদলে আরামবাগ থেকে দাঁড়িয়েছেন মিতালি বাগ। মিতালির প্রচার সভাতেই মঞ্চে উঠতে দেওয়া হয়নি অপরূপাকে।

এর আগেও নিজের দলের প্রার্থীর সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে। এর আগেও শ্রীরামপুরের প্রচার পর্বে বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্য়াণ। তা নিয়েও বিপুল শোরগোল পড়ে গিয়েছিল সামাজিক মাধ্য়মে।

এবার অপরূপাকে মঞ্চে না উঠতে দেওয়ার অভিযোগ উঠল কল্যাণের বিরুদ্ধে। তবে এ প্রসঙ্গে একেবারেই উলটো সুর গেয়েছেন কল্যাণ তিনি বলেছেন "ব্যক্তিগত আক্রোশেই" এমন অভিযোগ তুলেছেন অপরূপা এমনই জানিয়েছেন কল্যাণ।

PREV
click me!

Recommended Stories

সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু
চিকেন প্যাটিস কাণ্ডে গ্রেফতার সৌমিক গোলদার, কী প্রতিক্রিয়া সুকান্তর?