"মঞ্চে উঠতে দেওয়া হয়নি" কাঞ্চন মল্লিকের ঘটনার পর ফের বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের উপরে গুরতর অভিযোগ! তৃণমূলের সভামঞ্চে বিদায়ী সাংসদকে উঠতে দিলেন না কল্যাণ!

কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের উপরে গুরতর অভিযোগ! তৃণমূলের সভামঞ্চে বিদায়ী সাংসদকে উঠতে দিলেন না কল্যাণ! বুধবার আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে জনসভা করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী।

এই মঞ্চেই বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে মঞ্চের পিছনে থাকতে দেখা গিয়েছে। কেন তিনি মঞ্চে ওঠননি জিজ্ঞাসা করতেই কল্যাণের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি,

Latest Videos

অপরূপা জানান, “সব তো ক্যামেরাবন্দি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় মঞ্চে উঠতে দেননি। তিনি তফসিলি, দলিত, সংখ্যালঘুদের বিপক্ষে। আমি এখনও দলের দু’বারের সাংসদ।”

এই বছর ভোটের টিকিট পাননি অপরুপা তার বদলে আরামবাগ থেকে দাঁড়িয়েছেন মিতালি বাগ। মিতালির প্রচার সভাতেই মঞ্চে উঠতে দেওয়া হয়নি অপরূপাকে।

এর আগেও নিজের দলের প্রার্থীর সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে। এর আগেও শ্রীরামপুরের প্রচার পর্বে বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কল্য়াণ। তা নিয়েও বিপুল শোরগোল পড়ে গিয়েছিল সামাজিক মাধ্য়মে।

এবার অপরূপাকে মঞ্চে না উঠতে দেওয়ার অভিযোগ উঠল কল্যাণের বিরুদ্ধে। তবে এ প্রসঙ্গে একেবারেই উলটো সুর গেয়েছেন কল্যাণ তিনি বলেছেন "ব্যক্তিগত আক্রোশেই" এমন অভিযোগ তুলেছেন অপরূপা এমনই জানিয়েছেন কল্যাণ।

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM