অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেমন আছে? দিল্লির AIIMS-এ মাল্টি-অর্গান সাপোর্টে রয়েছেন বিজেপির সাংসদ

Published : Jun 21, 2025, 04:12 PM IST

Abhijit Gangopadhyay: হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন বর্তমানে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে এখনও শারীরিক পরিস্থিতি সংকটমুক্ত নয়। 

PREV
110
কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

৬ দিন হয়ে গেল হাসপাতালের বিছানায় কাটছে তমলুকের বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনও তিনি গুরুতর অসুস্থ।

210
সংকটজনক অভিজিৎ

দিল্লির AIIMS হাসপাতাল সূত্রের খবর এখনও সংকটমুক্ত নন অভিজিৎ গঙ্গোপাধায়্য়। তাঁকে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছে।

410
এখন কেমন আছেন

হাসপাতাল সূত্রের খবর দুই দিন পরেও বিজেপি সাংসদের শারীরিক অবস্থান তেমন কোনও উন্নতি হয়নি।

510
অভিজিতের শারীরিক অবস্থা

হাসপাতাল সূত্রে জানা গিয়েছেন বর্তমানে কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তবে এখনও শারীরিক পরিস্থিতি সংকটমুক্ত নয়।

610
শনিবার রিপোর্ট

দিল্লির AIIMS হাসপাতালে ভর্তির পর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেগুলির রিপোর্ট শনিবার হাতে পাবেন চিকিৎসকরা। সেই রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

710
কী হয়েছে

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটি একর সংক্রামক রোগ।

810
এয়ারলিফ্টে দিল্লিতে

প্রথমে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিজেপির রাজ্য নেতৃত্ব তাঁকে এয়ার লিফ্ট করে দিল্লিতে নিয়ে যায়। ভর্তি করা হয় AIIMS এ।

910
শনিবার থেকে হাসপাতালে

গত শনিবার রাতের দিকে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাতের দিকে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পিতাবার রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে।

1010
পাশে পিএমও

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের অসুস্থতার খবর পেয়েই প্রধানমন্ত্রীর দফতর যোগাযোগ করেছিল তাঁর আত্নীয়দের সঙ্গে। পাশে থাকার বার্তাও দিয়েছিল।

Read more Photos on
click me!

Recommended Stories