DA News: নবান্ন এখনও বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। কিন্তু সূত্রের খবর ডিএ দেওয়ার সময়সীমা শেষ হবে ২৭ জুন। তাই এই নিয়ে চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে রীতিমত তৎপর নবান্ন। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিতে এবার বড় রকম উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর।
212
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্যের সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ২৫ শতাংশ ডিএ ডিএ বা মহার্ঘ ভাতা জুন মাসের মধ্যেই মিটিয়ে দিতে হবে।
312
বিজ্ঞপ্তি জারি
নবান্ন এখনও বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। কিন্তু সূত্রের খবর ডিএ দেওয়ার সময়সীমা শেষ হবে ২৭ জুন। তাই এই নিয়ে চলতি সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
প্রশ্ন হচ্ছে কী করে নবান্ন টাকা দেবে রাজ্যের সরকারি কর্মীদের। প্রশাসনিক মহল থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া টাকা ডেনারেল প্রভিডেন্ট ফান্ড তহবিলের মাধ্যমে।
512
APP কার্যকর
প্রশাসনিক মহল সূত্রের খবর ডিএ বা বেতন নিয়ে স্বচ্ছতা আনতে একটি অ্যাপ চালু করছে নবান্ন। সেখানেও কর্মীরা যাবতীয় বিষয়ে জানতে পারবে।
612
ডিএ পড়তে পারে ভাগ হয়
নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫ শতাংশ ডিএ দুটি ভাগে ভাগ করে নবান্ন সরকারি কর্মীদের কাছে পৌঁছে দেবে। ২৫ শতাংশ ডিএ-র ৮০ শতাংশই দেওয়া হতে পারে কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে।
712
বাকি টাকা
বাকি ২০ শতাংশ দেওয়া দেওয়া হতে পারে কর্মীদের প্রভিডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে।
812
পেনশনভোগীদের ডিএ
পেনশনভোগী ও যারা ফ্যামেলি পেনশন পান তাদের ক্ষেত্রে এই মহর্ঘ ত্রাণের পুরো টাকাই দেওয়া হতে পারে পেনশন অ্য়াকাউন্টে।
912
নবান্ন কী বলছে?
এই বিষয়ে নবান্ন বা রাজ্যের অর্থ দফতর এখনও স্পষ্ট করে কিছুই বলেনি। সবটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
1012
সরকারের খরচ
নবান্ন সূত্র খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মত সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে রাজ্যের সরকারি কোষাগার থেকে ১০ হাজার কোটি টাকা খরচ হবে।
1112
ডিএ মামলার শুনানি
সুপ্রিম কোর্টে ডিএ মামলার পরবর্তী শুনানি অগস্ট মাসে।
1212
রাজ্যের মডিফেকেশন পিটিশন
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কিছু সমস্যা রয়েছে বলে রাজ্য সরকারের অভিযোগ। তাই মডিফিকেশন পিটিশনও দায়ের করেছে রাজ্য সরকার।