'AB'র কঠোর নির্দেশ! তৃণমূল কংগ্রেসে দলবদলের নয়া ফরমান জারি হলস, রইল নিয়মগুলি

Published : Sep 16, 2025, 06:50 PM IST
Trinamool congress MP Abhishek Banerjee addresses Trinamool congress Martyr Day rally,

সংক্ষিপ্ত

TMC joining rules: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসে দলবদলের নয়া নিয়ম চালু হল। এবার থেকে দলবদলুদের তৃণমূলে যোগদান করতে হলে দিতে হবে একাধিক তথ্য। 

লক্ষ্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। কিন্তু সেই লক্ষ্য যাতে ভ্রষ্ট না হয়, তারজন্য এখন থেকেই সক্রিয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়ে দিয়েছেন, যতদিন তৃণমূলের ব্লক বা টাউন স্তরে নতুন সভাপতিদের নাম ঘোষণা হচ্ছে ততদিন অন্য দলথেকে আসা কাউকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করানো যাবে না। সভাপতি ঘোষণার পরেও এই প্রক্রিয়া খুব একটা সহজ হবে না। নতুন নিয়ম অনুযায়ী দলবদলুদের কথা জেলা কমিটির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাককেও জানাতে হবে।

তৃণমূলের নয়া নীতি

রবিবার এই বিষয়ে জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক সভাপতি, বিধায়ক,শাখা সংগঠনকদের একটি নির্দেশিতা পাঠান হয়েছে। জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান এই নির্দেশিকা পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, 'পার্টি বলেছে তাই করেছি।' তবে রাজ্য়ের অন্য জেলাগুলিতে এই নির্দেশিকা পাঠান হয়নি। কিন্তু অন্যত্র কেন হয়নি তা নিয়ে তিনি অবশ্য মুখ খোলেননি।

তৃণমূল কংগ্রেসের এক নেতার বক্তব্য, কয়েকটি রাজনৈতিক জেলা স্পর্শকাতর। সেই তালিকায় রয়েছে জঙ্গিপুরও। সেই কারণে এই জেলার সংগঠকরা অত্য়ান্ত সক্রিয়। তবে এই নির্দেশিকা বাকি জেলাগুলিতেই জারি করা হবে বলে তৃণমূল সূত্রের খবর।

জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে পুরো বিষয়টাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে। তৃণমূল সূত্রের খবর এই নির্দেশিকায় স্পষ্ট হচ্ছে দল বদল বা দলবদলুদের যোগদানের বিষয়টি সুসংহতভাবে করাতে চাইছেন অভিষেক। নির্দেশিকা থেকে স্পষ্ট যোগদান করাতে হল একাধিক বিষয়ে দলকে স্পষ্ট করে জানাতে হবে। এরমধ্যে রয়েচে, যোগদানকারীর নাম, তিনি কোন দল থেকে আসছেন, পূর্বতন দলে কোনও পদে ছিলেন, যোগদানের কারণ, সময়, স্থান।

জঙ্গিপুরের জারি করা নির্দেশিকায় আইপ্যাকের পাশাপাশি আরও একটি শব্দ ছিল, সেটি হচ্ছে 'AB'। এই 'AB' কে বা কী? তাই নিয়েও আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরের কথা 'AB' হলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর নাম ও পদবীর আদ্যাক্ষর। দলের অন্দরেও অভিষেক 'AB' নামে পরিচিত।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sports News: পাওয়ারলিফটিংয়ে বিশ্বসেরা, এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি ‘পাওয়ার গার্ল’
কাল থেকেই ভোট প্রচার শুরু বিজেপির, একদিনে ১৩০০০ পথসভা গেরুয়া শিবিরের