রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কবে পাড়ি দিচ্চেন নরওয়েতে?

Published : Nov 10, 2024, 08:55 AM ISTUpdated : Nov 10, 2024, 08:56 AM IST
Abhisekh

সংক্ষিপ্ত

রাষ্ট্রসঙ্ঘের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! কবে পাড়ি দিচ্চেন নরওয়েতে?

রয়ান নরওয়েজিয়ান দূতাবাস ও ইউনাইটেড নেশনস( ওমেন) থেকে আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আগামী ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর নরওয়েতে রয়েছে এই অনুষ্ঠান। লিঙ্গ সমতা ও মহিলাদের স্বনির্ভরতা বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

চিঠি পাঠিয়ে আমন্ত্রণ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নরওয়ের ওসলোতে পারস্পরিক ভাব বিনিময় সম্পর্কিত একটি কনভেনশনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে থাকবেন নরওয়েজিয়ান পার্লামেন্টের প্রতিনিধিরাও। নরওয়ে হল EFTA রাষ্ট্রের অন্যতম। নরওয়ের সঙ্গে ভারতের একটি বাণিজ্যিক ও অংশীদারিত্ব চুক্তি হয়েছে ২০২৪ সালে।

ভারত ও নরওয়ের মধ্য়ে পারস্পরিক সম্পর্ককে আরও ভাল করতে পারে এই সম্মেলন। এই কর্মসূচির আয়োজন করেছে রয়াল নরওয়েজিয়ান এমব্যাসি, ইউএন ওমেন। আন্তর্জাতিক বিমান, খাবার, থাকার জায়গা, স্থানীয় জায়গায় ঘোরাঘুরি সব খরচই নরওয়ে বহন করবে বলে জানা গিয়েছে। ওসলোতে সংশ্লিষ্ট প্রতিনিধিরাও থাকবেন। তবে এই সম্মেলনে যাবেন কি না অভিষেক বন্দ্যোপাধ্যায় তা এখনও জানা যায়নি।

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়