Abhishek Banerjee: চোখের অপারেশনের পর প্রথম দলীয় কর্মসূচিতে অভিষেক, ডয়মন্ড হারবারে গেলেন তৃণমূল নেত

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি আসনে উপনির্বাচন। তার আগেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

 

তিন মাসের বিরতি কাটিয়ে প্রথম নিজের সংসদীয় কেন্দ্রেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। চোখের চিকিৎসার জন্য তিন মাসের বিরতি নিয়েছিলেন। চোখে অপারেশনও হয়েছে। শনিবার ডায়মন্ড হারবারে আমলতায় দলীয় কার্যালয়ে যান তিনি। সেখানে দেখা করেন দলীয় কর্মীদের সঙ্গে। দেখা করেন দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি আসনে উপনির্বাচন। তার আগেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শনিবার দুপুরে আমতলার দলীয় কার্যালয়ে পৌঁছান অভিষেক। তাঁকে ঘিরে জয়ধ্বনী দেয় অনুগামীরা। স্থানীয়রা অনেকেই উপহারও দেন। অভিষেককে স্বাগত জানাতে এদিন রাস্তায় ছিল উপচে পড়া ভিড়।

Latest Videos

কালীপুজোর আগেই চোখের অপারেশন করিয়ে দেশে ফিরেছিলেন অভিষেক। প্রথম তিনি যান তাঁর পিসির বাড়ির কালীপুজোয়। সেখানেও তাঁর চোখে ছিল কালো চশমা। এদিনও কালো চশমা পরেই গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। কালীঘাটে মমতার বাড়ির পর নিজের জন্মদিনে রাস্তায় নেমে এসে দলীয় কর্মী ও অনুগামীদের শুভেচ্ছা গ্রহণ করেন অভিষেক। সেই সময় সাংবাদিকদের সঙ্গেও দেখা করেন। সেখানেই তিনি সংগঠনে রদবদলের ইঙ্গিত দেন। তবে এদিন দলীয় কর্মসূচিতে যোগ দিলেও সংগঠন নিয়ে কিছুই বলেননি অভিষেক। ২১ জুলাইয়ের মঞ্চে শেষবারের মত দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে। ঘোষণা করেই লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেছিলেন ,'তিন মাসের মধ্যে দলে বড় বদল দেখা যাবে।' সেখানেই তিনি পুরসভা ও জেলা স্তরে সংগঠনের রদবদলের কথা বলেছিলেন। জন্মদিনের দিনে সাংবাদিকদের সেই প্রশ্ন তাঁকে করে। উত্তরে তিনি বলেন, 'আমার কাজ আমি করে দিয়েছি। চোখে অস্ত্রোপচারের আগেই কোথায় কাতে বদল করা উচিৎ সে ব্যাপারে নেত্রীকে রিপোর্ট দিয়ে গেছি। হতে পারে উপ নির্বাচন ও সাত-পাঁচ কারণে এ ব্যাপারে তিনি সিদ্ধন্ত নেননি।'এদিন সাংবাদিকদের অভিষেক স্পষ্ট করে জানিয়ে দেন দলে আনুগত্যের কোনও প্রশ্নই নেই। আসর কথা হল পারফরমেবন্স। তৃণমূল নেতার কথায়, 'কে কতটা কাজ করছে, তা কতটা কার্যকরী- তা দেখেই বিচার করা হবে।'

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News