অভিষেকের সফরের আগেই মালদায় গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী

Published : Jan 06, 2026, 04:15 PM IST
Malda Medical College

সংক্ষিপ্ত

West Bengal Politics: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (AITC) গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয়। কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly elections) হতে চলেছে। তার আগেও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
মালদায় অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগেই তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছে গিয়েছে।

Abhishek Banerjee Malda Tour: তৃণমূল কংগ্রেসের (AITC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের আগে চলল গুলি। এদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল কংগ্রেস সমর্থক। এই ঘটনায় আহত গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক পরিবারের আরও দু'জন সদস্য। অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলাকার এক তৃণমূল নেতা ও তাঁর ছেলের বিরুদ্ধে। গত বছর ২ জানুয়ারি ঠিক এই সময় তৃণমূল কংগ্রেস নেতা বাবলা সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের পরেই আবার নতুন বছরের শুরুতেই এই গুলি কান্ড। ঘটনা মালদার কালিয়াচক থানার কাশিম নগর নিচুপাড়ার। গুলিবিদ্ধ তৃণমূল সমর্থক জামালুদ্দিন শেখ। তিনি পেশায় পানীয় জলের ব্যবসায়ী। বন্দুকের বাঁট দিয়ে মারা হয় তাঁর ছেলে শামিম শেখ ও ভাইপো সাদ্দাম শেখকে। অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী বাবর আলী ও তাঁর ছেলে হেদায়েত এই ঘটনার পর পলাতক। ২০২৫ থেকে চলা জেলায় শুট আউটের ঘটনা অব্যাহত থাকায় আইনশৃঙ্খলা অবনতি নিয়ে প্রশ্ন তুলে সরব বিজেপি (BJP) নেতৃত্ব।

ক্রিকেট খেলায় গোলমাল থেকে গুলি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে গন্ডগোল বাঁধে। যা নিয়ে সোমবার সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাঁধে। এরপর মঙ্গলবার সকালে জামালুদ্দিন শেখকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর আলি। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিন শেখকে গুলি করে। পিঠে গুলি লাগে তাঁর। খবর পেয়ে তাঁর ছেলে শামিম শেখ এবং তাঁর ভাইপো সাদ্দাম শেখ গেলে তাঁদেরও বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ এবং বন্দুকের বাঁটের আঘাতে জখম ব্যক্তিরা এই মুহূর্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এমনই জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব

আগামী মাসেই বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly elections) বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন (Election Commission of India)। তার আগে মালদায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে দলে সমস্যা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
মালদায় শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে জখম ৩ ব্যক্তি।
মালদায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। আরও দুই ব্যক্তি জখম হয়েছেন।
Read more Articles on
click me!

Recommended Stories

TMC Protest Delhi: দিল্লিতে শাহর দফতরে ধরনা তৃণমূলের সাংসদদের, চ্যাংদোলা করে সরালো পুলিশ
I-PAC raids: 'আইন সবার ঊর্ধ্বে', I-PAC কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল