
'চাইলেই পঞ্চায়েত সমিতি ফেলে দিতে পারি!' ময়নায় দাঁড়িয়ে TMC-কে চরম হুঁশিয়ারি BJP-র অশোক দিন্দার
BJP News : ময়নায় শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। পরিবর্তন সভার মঞ্চ থেকে তিনি দাবি করেন, চাইলে এখনই ময়না পঞ্চায়েত সমিতি ফেলে দিতে পারেন তিনি। ২৬-এর নির্বাচনের আগে বিধায়কের এই মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা।
BJP News : তৃণমূলকে সরাসরি চ্যালেঞ্জ ময়নার বিধায়ক অশোক দিন্দার। 'পঞ্চায়েত সমিতি ফেলে দেওয়ার' ক্ষমতা রাখার দাবি করে সরব হলেন এই বিজেপি নেতা। বিধানসভা ভোটের আগে ময়নায় নতুন করে চড়ল উত্তেজনার পারদ।