Abhishek Banerjee:'নন্দীগ্রামের মাটি, তৃণমূলের শক্ত ঘাঁটি', নন্দীগ্রাম-যাত্রা শেষে বার্তা অভিষেকের

Published : Jun 01, 2023, 11:29 PM IST
Abhishek

সংক্ষিপ্ত

নন্দীগ্রাম পৌঁছে বেশ আত্মবিশ্বাসের সুর শোনা গেল অভিষেকের গলায়। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক লিখলেন,'নন্দীগ্রামের মাটি,তৃণমূলের শক্ত ঘাঁটি।'

শুভেন্দুর গড়ে পৌঁছল অভিষেকের নবজোয়ার যাত্রা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ চণ্ডীপুর থেকে যাত্রা শুরু করেছিলেন অভিষেক। রাত ১০টা নাগাদ পৌঁছন নন্দীগ্রাম টাউনে। নন্দীগ্রাম পৌঁছে বেশ আত্মবিশ্বাসের সুর শোনা গেল অভিষেকের গলায়। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক লিখলেন,'নন্দীগ্রামের মাটি,তৃণমূলের শক্ত ঘাঁটি।'

বৃহস্পতিবার অভিষেকের নবজোয়ার যাত্রা পৌঁছল নন্দীগ্রামে। এদিন রাতে ফেসবুকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,'রাত গড়িয়ে গেলেও হাজার হাজার মানুষের যে জমায়েত আমি দেখলাম, তাতে কোনো সন্দেহ নেই, নন্দীগ্রামের আবেগ আজও রয়েছে আমাদের সঙ্গে। পূর্ব মেদিনীপুর আন্দোলনের ভূমি। গর্বের ভূমি। এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই মাটিকে আমি সমস্ত বিভাজনকারী শক্তি থেকে মুক্ত করবই।'

একদিকে যখন নন্দীগ্রামে জনসংযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সেদিনই শালবনি পৌঁছলেন বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার কুড়মি নেতার পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের আইনি সহায়তার কথাও বলেন তিনি। বৃহস্পতিবারই ঝাড়গ্রামের শালবনিতে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং মন্ত্রী বিরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হওয়া কুড়মি নেতাদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত সপ্তাহেই তৃণমূলের জনসংযোগ যাত্রায় শালবনি গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই তাঁর কনভয়তে হামলা চালানো হয় বলে অভিযোগ।

 

PREV
click me!

Recommended Stories

SIR অশান্তি নিয়ে অডিও ক্লিপ ফাঁস করলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ | Shankar Ghosh BJP
ভোটের আগেই বাংলার মা ও মেয়েদের ২০০০ টাকা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়! কীভাবে পাবেন এই টাকা?