‘মা, বোন, গরিবদের হাত শক্ত করে স্বনির্ভর বাংলার দিকে পদক্ষেপ’, বাজেট ঘোষণার পরেই বললেন অভিষেক।
রাজ্য বাজেটকে সাধুবাদ জানিয়ে রাজ্যের সরকারকে ডবল ইঞ্জিনের সরকারের থেকেও বেশি শক্তিশালী বলে অভিহিত করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে আবাস যোজনা, সমুদ্রসাথী থেকে কর্মশ্রী, একের পর এক চমকপ্রদ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই বাজেটকে সাদর অভ্যর্থনা জানিয়ে এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, ‘বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকারের থেকেও বেশি শক্তিশালী।’
-
বৃহস্পতিবার বাজেট পেশের পর রাজ্য বাজেটের ভূয়সী প্রশংসা করে অভিষেক লেখেন, ‘মা, বোন, গরিবদের হাত শক্ত করে স্বনির্ভর বাংলার দিকে পদক্ষেপ। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি থেকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মশ্রী প্রকল্প, ২০২৪-এর রাজ্য বাজেট সবার উন্নয়ন নিশ্চিত করবে।’
-
সম্প্রতি কেন্দ্রের বরাদ্দের দাবিতে রেড রোডে ধরনায় বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক ছিলেন দিল্লিতে। ধরনার দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী সকল সাংসদকে দিল্লি থেকে কলকাতায় এসে ধরনায় যোগ দিতে বলেছিলেন। তাই দিল্লি থেকে ফিরেই কালীঘাটে যান অভিষেক। এরপর ১৬ ফেব্রুয়ারি মেগা বৈঠকের ডাক দেন তিনি। জানা গিয়েছে ওই দিন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে ভিডিয়ো কনফারেন্স করবেন অভিষেক।