Viral Video: ভ্যালেন্টাইন্স ডে-তে ফুচকা খেলে দুঃখ ঘোচান, সিঙ্গেলদের জন্য এল বিশেষ অফার

Published : Feb 09, 2024, 01:09 PM ISTUpdated : Feb 09, 2024, 01:10 PM IST
panipuri

সংক্ষিপ্ত

ভিডিওতে বললেন, ‘এই ভালোবাসা দিবসে যারা সিঙ্গেল তারা পাবেন একেবারে বিনামূল্যে জিভে জল আনা ফুচকা।’

চারিদিকে প্রেম প্রেম রব। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি চলছে প্রেমের সপ্তাহ। এই রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে- পর পর কত কী উৎসব। এই উৎসবের আনন্দে কেউ গা ভাসাচ্ছেন তো কেউ মন ভারাক্রান্ত করে বসে আছেন। জীবনে প্রেম থাকলে এই মাসটি যতটা রঙিন লাগে প্রেম না থাকলে ততটা খারাপ লাগে এই সময়। তবে, এবার আর মন খারাপ করবে না। প্রেম না থাকলেও এই দিনটি কাটবে আনন্দে। কারণ সিঙ্গেলদের মন খারাপ দূর করতে বিশেষ উদ্যোগ নিলেন এক ফুচকা বিক্রেতা।

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যা পোস্ট করেছেন এক বিক্রেতা। তিনি ভিডিওতে বললেন, ‘এই ভালোবাসা দিবসে যারা সিঙ্গেল তারা পাবেন একেবারে বিনামূল্যে জিভে জল আনা ফুচকা।’ এমনই এক ভ্যালেন্টাইসে ডে-র অফার হল ভাইরাল। ঝড়ের বেগে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি পোস্ট করা মাত্র অনেকেই কমেন্ট করেছেন। কেউ বলেছেন, আপনি খুব ভালো কাজ করছেন। তো কেউ লিখেছেন, সিঙ্গেলদের কথা ভাবার জন্য ধন্যবাদ। আবার কেউ ঈশ্বরের কাছে এই ব্যক্তির জন্য প্রার্থনা করেছেন। সব মিলিয়ে ভাইরাল হয়েছে ভিডিওটি। মুহূর্তের মধ্যে তা নজর কেড়েছে সকলের।

 

 

প্রেমিক বা প্রেমিকা না থাকলে এই ফেব্রুয়ারি মাসটা অনেকের জন্যই কঠিন হয়ে যায়। এই সময় চারিদিকে যুগল দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ে। এমন সময় লোকচক্ষুর আড়ালে থাকতে চান অনেকে। তো কেউ কেউ নিজেকে ব্যস্ত রাখার অন্য পথ খুঁজে বের করেন। তবে, এবছর আর মন খারাপ নয়। এবছর মন ভালো করতে চাইলে এই বিশেষ দিনে খেয়ে আসুন ফ্রি-র ফুচকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

রাজ্যের জেলে জন্ম ১৯৬ জন শিশুর! মহিলা বন্দিরা কীভাবে গর্ভবতী হচ্ছেন? জেনে অবাক হাইকোর্ট

Lok Sabha Election: মার্চ মাসেই হতে পারে ভোটের দিনঘোষণা, প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে কমিশনের ফুল বেঞ্চ

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে