সন্দেশখালি ইস্যুতে উত্তপ্ত রাজ্যরাজনীতি। শুভেন্দু অধিকারী মেজাজ হারিয়ে আশালীন মন্তব্য করেন। ভিডিও শেয়ার করে নিন্দা করলেন অভিষেক।
সন্দেশখালি প্রসঙ্গ শুনেই মেজাজ হারানের শুভেন্দু অধিকারী। আর বলে ফেললেন অশালীন কথা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করলেন প্রতিপক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে নতুন করে আবারও শুরু হয়েছে আলোচনা। সন্দেশখালি ইস্যুতে রীতিমত দঁড়ি টানাটানি খেলা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। যাতে কখনও এগিয়ে তৃণমূল তো কখনও আবার এগিয়ে বিজেপি।
বাঁকুড়ার সারেঙ্গায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেরার সময়ের ঘটনা। তিনি যেখানে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সেখানেই তাঁরে উদ্দেশ্যে করে এক দল মানুষ স্লোগান দেয়। স্থানীয় সূত্রের খবর সন্দেশখালি নিয়ে মাইকেও মন্তব্য করে। স্থানীয়দের কথায় সেখানে তৃণমূলের সভা হচ্ছিল। যাইহোক শুভেন্দুকে দেখেই প্রতিপক্ষ সন্দেশখালি ইস্যুতে প্রচার করতে শুরু করে। তারপরই মেজাজ হারান শুভেন্দু অধিকারী। বলে ফেলেন অশালীন কথা।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ক্যাপশনে তিনি লিখেছেন, 'বিজেপির মডেল নারী শক্তি সম্মান! এটা বিশ্বাস করতে দেখুন'। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা। তবে অভিষেক মাত্র সাত সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেব। সেখানেই শোনা যাচ্ছে মাইকের স্লোগান - 'সন্দেশখালির অপমান , মহিলাদের অপমান। ' এই স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। তারপরই আশালীন মন্তব্য করেন। যা লেখার অযোগ্য...। দেখুন সেই ভিডিওঃ
ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।
সন্দেশখালি স্টিং আপারেশনের একটি ভিডিওকেই সম্প্রতি হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। সেখানেই বিজেপি মণ্ডল সভাপতিকে বলতে শোনা গেছে সন্দেশখালির মহিলাদের বিক্ষোভ পুরোটাই সাজানো। মহিলাদের অভিযোগও সাজানো। গোটাই হয়েছে শুভেন্দু অধিকারীর নির্দেশে। তিনি টাকা দিয়ে সাহায্য করেছিলেন। যদিও বিজেপি নেতা গঙ্গাধর পরবর্তীকালে বলেন এই ভিডিও ভুয়ো। তিনি তদন্ত চেয়ে সিবিআই-এর দ্বারস্থ হয়েছেন। যদিও আগে সন্দেশখালির শাহজাহান নিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল তৃণমূল কংগ্রেস। তবে লোকসভা নির্বাচনে সন্দেশখালি শুধু এলাকার ইস্যু নয়, রাজ্যের ইস্যুতে পরিণত হয়েছে।