তৃণমূলের সভায় বাজ পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আহত মানুষদের যথাযথ চিকিৎসার জন্য যুবনেতা দেবাংশু ভট্টাচার্য-সহ স্থানীয় নেতাকর্মীর বিশেষ নির্দেশও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

রবিবার প্রায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলেছে বৃষ্টি এবং ব্যাপক বজ্রপাতের হানা। সেই বজ্রপাতের আঘাতেই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বাঁকুড়া জেলায় আয়োজিত একটি তৃণমূলের সভা। বাজের আঘাতে মৃত্যুর ঘটনাও। জখম হয়েছেন ৫০ জনেরও বেশি। ৩০ এপ্রিল, রবিবার বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এখানেই হওয়ার কথা ছিল তৃণমূলের সভা, আয়োজনও চলছিল তুঙ্গে। সেই সভাতে গিয়েছিলেন বছর বিয়াল্লিশের সামেদ মল্লিক নামের এক ব্যক্তি ও আরও বহু দলীয় নেতা কর্মীরা। সেখানেই বাজ পড়ে ঘটে যায় দুর্ঘটনা। মৃত্যু হয় সামেদ মল্লিকের, তাঁর বাড়ি ইন্দাস থানার বাতানিয়া গ্রামে।

রবিবার তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন দলের অনেকজন কর্মী সমর্থক। সভা শুরুর আগেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বৃষ্টি শুরু হতেই সভাস্থল ছেড়ে দৌড়াদৌড়ি করে প্রত্যেকে একেকটি ছাউনির তলায় আশ্রয় নেন। তাঁদের মধ্যে অনেকেই গিয়ে দাঁড়িয়েছিলেন গাছের তলায়। সভাস্থলের কাছেই একটি বড় বটগাছে আচমকা বাজ পড়ে। মুহূর্তের মধ্যে সেই গাছের তলায় থাকা সমস্ত মানুষ মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে দলীয় কর্মসূচির জন্য উত্তর দিনাজপুরে রয়েছেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুর থেকেই সামেদ মল্লিকের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন তিনি। আহত মানুষদের যথাযথ চিকিৎসার জন্য যুবনেতা দেবাংশু ভট্টাচার্য-সহ স্থানীয় নেতাকর্মীর বিশেষ নির্দেশও দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। দলের নেতাদের আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন অভিষেক। দলের পক্ষ থেকে বিপদগ্রস্ত মানুষদের সবরকম সাহায্য করার আশ্বাসও দিয়েছেন তিনি।

Latest Videos

রবিবার, বাজের আঘাতে আহত মানুষদের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে মৃত্যু হয় সামেদ মল্লিকের। পরে বেশ কয়েকজনকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। যুব তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, “সভা শুরুর সঙ্গে সঙ্গে ঝড়বৃষ্টি শুরু হয়। বাজ পড়তে শুরু করে। দুর্যোগের কারণে দলের কয়েকজন সামনের বটগাছের তলায় গিয়ে দাঁড়ায়। এরপরই একজন মারা যায়। পঞ্চাশের বেশি আহত। ৭ জনকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। পুলিশ সবরকম সহযোগিতা করছে।”

আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে কি বিজেপির হাল ছেড়ে দিচ্ছেন শীর্ষ নেতারা? ৩৫টি আসনের লক্ষ্যে এখন রাজ্য-নেতাদের চরম সমস্যা
সত্যি হল ইলন মাস্কের ইঙ্গিত, টুইটারে এবার থেকে বিশেষ পরিষেবার জন্য দিতে হবে টাকা

আপনি কি জামাকাপড় খুলে সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি ‘ডিনার পার্টি’-তে যেতে চাইবেন? নিউ ইয়র্ক সিটিতে তেমনই নৈশভোজ করাচ্ছে ‘ফ্যুড’

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia