
SSC Case Update: নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banrjee) জানিয়ে দিয়েছেন যোগ্যদের চাকরি থাকবে। তিনি কিছুতেই যোগ্যদের চাকরি খেতে দেবেন না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মধ্যশিক্ষা পর্ষদ দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। পর্ষদের তরফে আবেদন করা হয়েছে অযোগ্য নয় এমন চিহ্নিত চাকরিহারাদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া যায় কিনা তা বিবেচনা করে দেখার।
মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আবেদনে জানান হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতির রায়ে কিছু পরিমার্জন সম্ভব কিনা তা খতিয়ে দেখুক আদালত। বিশেষ করে অযোগ্য বলে চিহ্নিত নয়, এমন প্রার্থীদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয় পর্যন্ত নিজেদের কাজ চানিয়ে যেতে দেওয়া সম্ভব কিন তা খতিয়ে দেখা হোক। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু ২৬ হাজার চাকরি বাতিল হওয়ায় স্কুলগুলিতে পঠনপাঠনের পরিবেশ ভেঙে পড়বে। বহু স্কুলেই আর কোনও শিক্ষক থাকবে না। যাতে প্রভাব পড়বে পড়ুয়াদের ওপর।
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ২৬ হাজার চাকরি বাতিল রায় দিয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়। পাশাপাশি মাত্র তিন মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে পারবে।
এদিন চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নেতাজি ইন্ডোরে হয় সেই বৈঠক। বৈঠক শুরুর আগেই আরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। যোগ্য আর অযোগ্যদের মধ্যে হাতাহাতিও হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেখানেই মমতা চাকরিহারাদের পাশে থাকার বার্তা
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।