ফের একবার রাজ্যে সাইবার প্রতারণা! অনলাইন ট্রেডিং-এর ফাঁদে পা দিয়ে খোয়ালেন লক্ষাধিক

আবারও অনলাইন স্ক্যামের (Online Scam) শিকার। ট্রেডিংয়ে বেশি উপার্জনের লোভে প্রতারণার ফাঁদে পা দিলেন এক ফুটবলার (Footballer)। কোলাঘাটের সেই প্রতিভাবান ফুটবলারটি খোয়ালেন প্রায় আড়াই লক্ষ টাকা।

আবারও অনলাইন স্ক্যামের (Online Scam) শিকার। ট্রেডিংয়ে বেশি উপার্জনের লোভে প্রতারণার ফাঁদে পা দিলেন এক ফুটবলার (Footballer)। কোলাঘাটের সেই প্রতিভাবান ফুটবলারটি খোয়ালেন প্রায় আড়াই লক্ষ টাকা।

ইতিমধ্যেই পুলিশের (Police) দ্বারস্থ হয়েছেন তিনি। এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের মেশোড়া এলাকার বাসিন্দা হলেন সৌরভ সামন্ত। ঐ যুবক কলকাতার একটি ক্লাবের হয়ে ফুটবলও খেলেন। জানা যাচ্ছে, চলতি মাসের শুরুতেই টেলিগ্রামে তিনি একটি লিঙ্ক পান।

Latest Videos

যেখানে অনলাইন ট্রেডিংয়ে বিপুল লাভের হাতছানি রয়েছে বলে জানানো হয়। আর তা দেখতে পেয়ে সেইমতোই প্রতারকদের ফাঁদে পা দিয়ে একদিনেই ২ লক্ষ ৪৯ হাজার ৪৪৩ টাকা খোয়ান তিনি। অভিযোগ আসছে, প্রথম পর্যায়ে এক হাজার টাকা বিনিয়োগ করেন তিনি। তবে তার কিছুক্ষণের মধ্যে ২৩১৮ টাকা প্রফিট পান। স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়ে যায় তাঁর।

পরবর্তীতে ফের বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করেন ঐ যুবক। কিন্তু তা আর ফেরৎ পাননি। তখনই বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। অবশেষে ঐ যুবক সাইবার থানার দ্বারস্থ হন। এদিকে ওই যুবকের অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন পুলিশ কর্তারাও।

এই বিষয়ে জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, দিন দিন সাইবার প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। শেয়ার ট্রেডিংয়ের নাম করে প্রতারণার এমন একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।

সবমিলিয়ে ফের একবার সাইবার প্রতারণার শিকার হলেন রাজ্যেরই এক বাসিন্দা। ট্রেডিংয়ে বেশি উপার্জনের লোভে ফাঁদে পা দিলেন। আর খোয়ালেন লক্ষাধিক টাকা। জানা যাচ্ছে, প্রায় আড়াই লক্ষ টাকা খোয়ালেন কোলাঘাটের সেই প্রতিভাবান ফুটবলারটি। আপাতত তদন্ত চলছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today