অগ্নিমিত্রা জানিয়েছেন গত অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৭ লক্ষ ৬৭ হাজার ৫৬০ টাকা। আগের বছর তাঁর আয় ছিল ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০টাকা।
দিলীপ ঘোষের তৈরি করা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী অগ্নিমিত্রা পল। একটা সময় গ্ল্যামার জগতের পরিচিত মুখ ছিলেন। ডিজাইনার হিসেব যথেষ্ট সুনাম ছিল। কিন্তু বর্তমানে বাংলার রাজনীতিতে তিনি যথেষ্ট পরিচিত মুখ। বিধায়ক তিনি। তাঁকে মেদিনীপুরের মত গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী করেছে বিজেপি। নির্বাচনী হলফনামা অগ্নিমিত্রা পল নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। তবে শুধুমাত্র নিজের সম্পত্তির হিসেবেই জমা দিয়েছেন অগ্নিমিত্রা। দেননি স্বামীর সম্পত্তির হিসেব।
অগ্নিমিত্রা জানিয়েছেন গত অর্থবর্ষে তিনি আয় করেছেন ১৭ লক্ষ ৬৭ হাজার ৫৬০ টাকা। আগের বছর তাঁর আয় ছিল ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০টাকা। তার আগের বছর ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা। ২০১৮ সালে তিনি ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা আয় করেছিলেন। গত বছর তাংর স্বামী পার্থ পলের আয় ছিল ১ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪০ টাকা। তার আগের বছরের আয় ছিল ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা।
নির্বাচন কমিশনকে দেওয়া হিসেব অনুযায়ী অগ্নিমিত্রা পলের অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকা। অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। অগ্নিমিত্রা ঋণ রয়েছে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা।
অগ্নিমিত্রার বিনিয়োগের পরিমাণও চোখ কপালে তোলার মত। এসবিআই, আইসিআইসিআই-সহ সরকারি বেসরকারি ব্যাঙ্কে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে। তাঁর হাতে নগদ রয়েছে ৪৩ হাজার ৩৯১ টাকা। স্বামীর হাতে থাকা নগদের পরিমাণ জানা নেই বলেও জানিয়েছেন তিনি। অগ্নিমিত্রা ২ লক্ষ ৮৯ হাজার ৩০০ টাকা গোল্ড বন্ডে বিনিয়োগ করেছেন। মিউচুয়াল ফান্ডে রয়েছে ৩৩ লক্ষ ২০ হাজার ১৫৫ টাকা। শেয়ার মার্কেটে রয়েছে ৩ হাজার ৬০০ টাকা। লক্ষাধিক টাকার জীবনবিমা কয়েছে। মেডিক্যাল ইনস্যুওরেন্স রয়েছে।
অগ্নিমিত্রা জানিয়েছেন, তাঁর হাতে সোনার গয়না রয়েছে ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকা। তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৯৬৪ টাকা। স্বামীর সম্পত্তির হিসেব তাঁর জানা নেই।
অগ্নিমিত্রা বাড়ি গাড়িও রয়েছে। পারথঘাটায় একটি ২৩৬৬ স্কোয়্যার ফুটের ফ্ল্যাট রয়েছে। ২০১৮ সালে ১ কোটি ১৮ লক্ষ টাকা দিয়ে সেটি কিনেছিলেন। বর্তমানে তাঁর মূল্য ১ কোটি ২৮ লক্ষেরও বেশি। বাবার থেকে এক কোটিরও বেশি টাকা ধার নিয়েছেন তিনি।