Balurghat: ইঞ্জেকশন দেওয়ার পরই শারীরিক অবস্থার অবনতি একের পর এক প্রসূতি মায়ের, চাঞ্চল্যকর অভিযোগ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিরুদ্ধে

Published : Jul 19, 2025, 10:07 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Balurghat Hospital:  ইঞ্জেকশন দিলেই হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে প্রসূতি মায়েদের। কী কারণে এই সমস্যা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনl…

Balurghat: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে একাধিক প্রসূতির অভিযোগ, বেশ কয়েকজন প্রসূতি মাকে একটি নির্দিষ্ট ইঞ্জেকশন দেওয়ার পরই তাঁদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। প্রথমে একজন, তারপর একে একে আরও। তীব্র কাঁপুনি, শ্বাসকষ্ট, অস্বস্তিতে সেইসব মহিলারা। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ৮ থেকে ১০ জন প্রসূতি মা একই ধরনের উপসর্গে আক্রান্ত হন। ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে জেলা স্বাস্থ্য দফতর।

 শুক্রবার রাতেই হাসপাতালে পৌঁছান দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস। সঙ্গে ছিলেন অন্যান্য উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তা ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনীও। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে হাজির হন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস। হাসপাতাল কর্তৃপক্ষ যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে না পড়ে, তা নিশ্চিত করতেই নেওয়া হয় এই সতর্কতা।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দুজন প্রসূতিকে সিসিইউতে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত সকলের জন্য বিশেষ চিকিৎসা ও নজরদারির ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, কী ধরনের ওষুধ প্রয়োগে এই প্রতিক্রিয়া হল তা নিয়ে ধোঁয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে জেলা স্বাস্থ্য দফতর। আপাতত প্রসূতি মায়েদের অবস্থা ঠিক আছে বলে খবর।

অন্যদিকে, শুক্রবার নদীয়ায় একই বিদ্যালয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে ৩০ জন ছাত্রী। সময় যত বাড়ছে রোগীর সংখ্যাও বাড়ছে । অসুস্থতার সংখ্যা দিনে ৫০ ছাড়াতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিদ্যালয়ের শিক্ষক সুবীর ঘোষ বলেন, ‘’একজন ছাত্রী প্রথমে শ্বাসকষ্টে অসুস্থ হওয়ায় আমরা তাড়াতাড়ি কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি ছাত্রীকে । তারপর আস্তে আস্তে ছাত্রীদের অসুস্থতার বাড়তে থাকে প্রায় ৩০ জন হাসপাতালের চিকিৎসাধীন। তবে সংখ্যাটা আরও বাড়তে পারে ।''

কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে কর্তব্যরত চিকিৎসক জ্ঞান প্রকাশ বলেন, ‘’এক ছাত্রী অসুস্থতা হওয়ার পর অন্য ছাত্রীরা অসুস্থ হয়ে পড়াই প্যানিক অ্যাটাক বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নদীয়ার কৃষ্ণগঞ্জের খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অসুস্থতার ঘটনায়।

বিদ্যালয় সূত্রের খবর, শুক্রবার দুপুরে হঠাৎই প্রথমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ে। এরপর কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয় ওই ছাত্রীর। তারপর দেখা যায় ওই বিদ্যালয়ে আরও ২৫ থেকে ২৬ জন ছাত্রী একইভাবে অসুস্থতা বোধ করে, তড়িঘড়ি তাদের কেউ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। এক ঘণ্টার মধ্যে হাসপাতালে রোগীর সংখ্যা দাঁড়ায় ৩০ ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য