ডিএ মামলার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের দাবি মেনে নিল রাজ্য! হঠাৎ বড় সিদ্ধান্ত নবান্নের

Published : Apr 03, 2025, 09:04 AM IST

সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার ডিএ মামলা। ২৪শে মার্চের শুনানির পর আদালতে নির্দেশ জানানো হয়েছে, ২২শে এপ্রিল মামলাটিকে “হাই আপ অন দ্য বোর্ড” হিসেবেই ধরা হবে। তবে এসবের মাঝেই রাজ্যের সরকারি কর্মীদের দাবি মেনে নিল নবান্ন।

PREV
110

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী (Government Employees) এবং সরকারের (Government of West Bengal) মধ্যে ডিএ নিয়ে টানাপড়েন অব্যাহত।

210

ইতিমধ্যেই এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি।

310

অনেকে আশা করেছিলেন, ৪ শতাংশের বেশি ডিএ নিয়ে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তেমনটা হয়নি।

410

যদিও কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে এসবের মাঝেই বড় ‘সুখবর’ দিয়ে দিল নবান্ন।

510

সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের একাংশের দীর্ঘদিনের একটি দাবিকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

610

ডিএ বৃদ্ধি না হলেও এই খবরে বেশ খুশি বাংলার সরকারি কর্মীরা।

710

রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন এই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছিলেন।

810

মূলত বিভিন্ন জেলায় কর্মরত নানা বিভাগের সরকারি কর্মীরা (Government Employees) এই নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দেওয়া হল।

910

অনেকেই জানেন, বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য হেলথ স্কিম রয়েছে। এবার সেই নিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

1010

এই হেলথ স্কিমের অধীন এবার আরও বেশি হাসপাতালকে যুক্ত করা হল। এবার রাজ্যের হেলথ স্কিমে যুক্ত করা হল আরও ১৩টি বেসরকারি হাসপাতাল।

click me!

Recommended Stories