- Home
- West Bengal
- West Bengal News
- এপ্রিল মাসে এই রাজ্য সরকারি কর্মীদের সব ছুটি বাতিল? নয়া তালিকা প্রকাশ নবান্নের
এপ্রিল মাসে এই রাজ্য সরকারি কর্মীদের সব ছুটি বাতিল? নয়া তালিকা প্রকাশ নবান্নের
এই রাজ্য সরকারি কর্মীদের এপ্রিল মাসের ছুটি বাতিল করল নবান্ন। জানানো হয়েছে ৯ তারিখ পর্যন্ত কোনও ছুটি নেওয়া যাবে না। এমনকী নির্ধারিত ছুটিও বাতিল করা হয়েছে বলে খবর। কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, জেনে নিন বিস্তারিত।
- FB
- TW
- Linkdin
)
২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিল ২০২৫ পর্যন্ত কোনও কর্মীকে ছুটি দেওয়া যাবে না।
এমনই নির্দেশিকা জারি করেছে নবান্ন।
সম্প্রতি অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশ জারি করেছেন।
নির্দেশিকায় রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না।
তবে চূড়ান্ত জরুরি পরিস্থিতিতে বা অত্যন্ত প্রয়োজনীয় ক্ষেত্রে ছুটির আবেদন বিবেচনা করা হতে পারে।
যদিও এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, ওই সময়েই রামনবমী পড়ছে।
ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
প্রতি বছর রামনবমী উপলক্ষে রাজ্যের একাধিক জায়গায় ধর্মীয় মিছিল বের হয় এবং কখনও কখনও উত্তেজনাও তৈরি হয়।
এই ধরনের সময়ে পুলিশের উপস্থিতি ও নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই আগেভাগেই পুরো বাহিনীকে সতর্ক রেখে ছুটির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের পুলিশ প্রশাসন যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ প্রস্তুত থাকে, সে জন্যই এই পশ্চিমবঙ্গ পুলিশ কর্মীদের ছুটি নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।