অমিত শাহ বলেন, একটা সময় বাংলার তাঁতের শাড়ি ও মুগার সিল্ক শাড়ি বিখ্যাত ছিল। এই জাতীয় শিল্পগুলিকে আবারও তুলে ধরতে হবে। বাংলার একটা সময় সোনার বাংলা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বোমার শব্দে ভরে দিয়েছেন।
বালুরঘাটের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর অভিযোগ বাংলার আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। তিনি রাজ্যের অনুপ্রবেশ নিয়েও রাজ্য সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কখবই অনুপ্রবেশ বন্ধ করবে না। অনুপ্রবেশকারীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক। ভোট প্রচারে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ রাজ্যের বেহাল দশার জন্য পূর্বতন সিপিএম সরকারকেও নিশানা করেছেন।
এদিন অমিত শাহ বলেন, একটা সময় বাংলার তাঁতের শাড়ি ও মুগার সিল্ক শাড়ি বিখ্যাত ছিল। এই জাতীয় শিল্পগুলিকে আবারও তুলে ধরতে হবে। বাংলার একটা সময় সোনার বাংলা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বোমার শব্দে ভরে দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের জন্য বিরক্ত। তাই লোসভা নির্বাচনে ৩০এর এপর আসন বাংলা থেকেই চায়। তাতে নরেন্দ্র মোদী ৪০০ -র বেশি আসন পেয়ে দিল্লির ক্ষমতা দখল করবেন , আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও বলেন, লোকসভা ৩০০ পেলেই মমতার সরকারকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে।
Tamluk: লোকসভা নির্বাচনের হটসিট তমলুক, দেবাংশু-অভিজিতের লড়াইয়ে ব্যাকফুটে সায়ন? দেখুন ছবিতে
অমিত শাহ এদিনের ভোট প্রচারে সিএএ এনআরসি-র প্রসঙ্গ না তুলেই অনুপ্রবেশকারীদের নিশানা করেন। তিনি বলেন, অসমে বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছে। কিন্তু বাংলায় অনুপ্রবেশকারীদের রাজ চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের আটকাবে না। কারণ এই অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাঙ্ক। তিনি আরও বলেন, সিএএ নিয়ে মমতা রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন। তিনি আরও বলেন, সিএএ - তে নাগরিকত্বের জন্য আবেদন করলে কোনও মানুষের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে না। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলেও হিন্দু, বৌদ্ধ, শিখ শরনার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।
Patanjali: 'আমরা অন্ধ নই!', পতঞ্জলির বিজ্ঞাপন মামলায় রামদের ও বালকৃষ্ণকে নিশানা সুপ্রিম কোর্টের
এদিনের জনসভা পূর্ব মেদিনীপুরের এনআইএ-র ওপর হামলার প্রসঙ্গও তোলেন অমিত শাহ। তিনি বলেন, হাইকোর্ট বোমা বিস্ফোরণের তদন্তের ভার এনআইএ-কে দিয়েছে। কিন্তু মমতা তদন্ত প্রক্রিয়া আটকে দিতে চাইছে। তিনি আরও বলেন, হাইকোর্ট তদন্তের ভার দিয়েছে। নির্দেশ মতই তদন্ত চলবে। তারপরই তিনি বলেন, 'বাংলার মানুষ চিন্তা করবেন না, সবাইকে উল্টো করে টাঙিয়ে সোজা করে দেওয়া হবে।' এদিন সন্দেশখালি ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ।