অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের জোড়া রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অঙ্কিতা, শুনানি সোমবার

Published : Feb 09, 2025, 10:56 PM IST
Know what Calcutta High Court Justice Abhijit Gangopadhyay said in the interview

সংক্ষিপ্ত

 একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষিতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। তিনি বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন, এই অভিযোগে মামলা দায়ের করেছিলেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। এই মামলায় ২০২২ সালের ১৭ মে অঙ্কিতার চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সএসসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতার মেয়ে অঙ্কিতা অধিকারী। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে চাকরি গিয়েছিল অঙ্কিতা অধিকারীর। কলকাতা হাইকোর্টের একটি নয়, দুটি রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অঙ্কিতা। অন্য মামলাটি হল ২৬ হাজার চাকরি বাতিলের রায়। অঙ্কিতার আবেদনের শুনানি হবে সোমবার। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে।

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষিতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা। তিনি বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন, এই অভিযোগে মামলা দায়ের করেছিলেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। এই মামলায় ২০২২ সালের ১৭ মে অঙ্কিতার চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে বেতনের টাকা ববিতাকে দিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পরে ববিতারও চাকরি চলে যায়। সেই চাকরি পান অন্য একজন। সেই চাকরি নিয়েও বিতর্ক তৈরি হয়। একটি চাকরিকে কেন্দ্র করে চলে দীর্ঘ টানাপড়েন। এখন ওই চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ২০২২ সালের ১৭ এবং ২০ মে নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা। গত বছর ২২ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার চাকরি বাতিল করে হাই কোর্ট। তাতে চাকরি টেকেনি অনামিকার। অঙ্কিতা, ববিতার হাত ঘুরে সেই চাকরি এসেছিল অনামিকার হাতে। অর্থাৎ, অঙ্কিতার চাকরি ববিতা এবং তার পরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন। ডিভিশন বেঞ্চের রায়ে তাও বাতিল হয়ে যায়।

ওই মামলায় ববিতাকে যুক্ত করেছেন অঙ্কিত। মামলায় বিপরীত পক্ষ রাজ্য, এসএসসি , মধ্যশিক্ষা পর্ষদ, শিক্ষা দফতর। গত ২৭ জানুয়ারি অঙ্কিতার আইনজীবী এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলার শুনানি আগামিকাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?