ডাক্তারিতে ভর্তির নামে ৮ লক্ষ টাকার জালিয়াতি, বিরূপাক্ষের বিরুদ্ধে নতুন অভিযোগ

Published : Sep 11, 2024, 11:32 AM IST
Junior doctors goes on indefinite strike in RG kar hospital for PPE

সংক্ষিপ্ত

চার বছর আগে মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি দু দফা মোট আট লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

আরজি কর কাণ্ডে সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরও এক অভিযোগ এবার প্রকাশ্যে এল। ডাক্তারিতে ভর্তির নাম করে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। চার বছর আগে মুর্শিদাবাদের জলঙ্গির এক ছাত্রকে ডাক্তারিতে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি দু দফা মোট আট লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ওই ছাত্রকে তিনি ডাক্তারিতে তো সুযোগ করে দিতে পারেননি। এদিকে আবার টাকাও ফেরত দিচ্ছিলেন না। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর শনিবার সেই টাকার মধ্যে থেকে ৪৫ হাজার টাকা ফেরত দিয়েছেন বিরূপাক্ষ।

পড়ুয়ার বাবা বলেন, ‘উচ্চ মাধ্যমিকে আমার ছেলে ভালো ফল করেছিল। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা দেবে বলে সে প্রস্তুতি নিচ্ছিল দমদমের একটি কোচিং সেন্টারে। সেখান থেকেই ছেলে স্বাস্থ্যক্ষেত্রে বিরূপাক্ষের প্রভাবের কথা জানতে পারে। ছেলের ভবিষ্যতের কথা ভেবে আমি তাঁর সঙ্গে যোগাযোগ করি। আসন সংরক্ষণের জন্য বিরূপাক্ষকে তিন লক্ষ টাকা দিই।’ তিনি আরও বলেন, ‘আমি আর্থিক ভাবে সচ্ছল, এ কথা জানতে পেরে ওই চিকিৎসক আরও টাকা দাবি করছিলেন। পরে নগদে ফের পাঁচ লক্ষ টাকা তাঁকে দিন। কিন্তু, তারপরেও তিনি টাকা চাইছিলেন। আর টাকা দিতে রাজি না হলে তিনি ফোনে হুমকি দেন। টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, যা পারেন করে নিন।’

বিরূপাক্ষের বিরুদ্ধে এমন খবর এল প্রকাশ্যে। আরজি কর কাণ্ডের পর একের পর দুর্নীতি সামনে আসে। সন্দীপ ঘোষের পর বিরূপাক্ষের দুর্নীতি সামনে আসে।

 

PREV
click me!

Recommended Stories

BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান
Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর