রাজ্যে কি আবারও চিট ফান্ডের রমরমা? ৫৩৬ কোটির দুর্নীতি! জালে এবার আরেক চিটফান্ড কর্তা

Published : Jan 01, 2025, 08:09 PM IST
Central government employees salary hike

সংক্ষিপ্ত

ধৃত ব্যক্তির নাম অপূর্ব কুমার সাহা।  

রাজ্যে যেন আবারও চিট ফান্ডের আবহ। ৫৩৬ কোটির দুর্নীতিতে গ্রেফতার এবার এক চিটফান্ডের কিংপিন।

অভিযোগ উঠছে, ৩-৫ বছরের মধ্যে দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে প্রায় ৫ লক্ষ বিনিয়োগকারীর টাকা হাতিয়েছিল সেই ব্যক্তি। সেই অভিযোগে এবার সেই কিংপিনকে গ্রেফতার করল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও। বুধবারই তাঁকে আদালতে তোলা হয়।

ধৃত ব্যক্তির নাম অপূর্ব কুমার সাহা। তিনিই হলেন চিটফান্ডের কর্তা। গত ২০১০ সাল থেকে ব্যবসা শুরু করেছিল সে। টাকা দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে ৫ লক্ষ মানুষের টাকা হাতিয়েছিল অপূর্ব। এই অভিযোগ পেয়ে গত ২০১৪ সাল থেকে তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় অবশ্য জমি বিক্রি করে বিনিয়োগকারীদের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল।

কিন্তু ব্যাঙ্ক লেনদেনের কাগজ দেখাতে ব্যর্থ হন তিনি। এরপর তদন্তভার যায় এসএফআইও-র হাতে। সেই অভিযোগের ভিত্তিতে অপূর্বকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ১৮টি ভুয়ো কোম্পানি বানিয়েছিল অপূর্ব সাহা। সেই সংস্থাগুলির মাধ্যমে ওই টাকা অন্যত্র পাচার করা হয়েছিল। বিনিয়োগকারীদের টাকায় প্রায় ১৬ কোটি টাকার জমি কেনা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, এই চক্রের পিছনে একাধিক মাথা রয়েছে। তাদের খোঁজ পেতেই অপূর্ব কুমার সাহাকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী