বাংলা ভাগ নিয়ে তুঙ্গে বিধানসভার উত্তেজনা, মুখ্যমন্ত্রীর আর্জি শুভেন্দুর প্রস্তাব যুক্ত করার

পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলা ভাগের প্রস্তাব নিয়ে তুমুল বিতর্ক। শাসক ও বিরোধীর তরফে তীব্র বাকযুদ্ধ, রাজ্য ভাগের পক্ষে স্পষ্ট অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী।

Saborni Mitra | Published : Aug 5, 2024 9:23 AM IST / Updated: Aug 05 2024, 02:54 PM IST

সোমবার রাজ্য বিধানসভায় বাংলা ভাগ বিরোধী প্রস্তাব পেশ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেখানে নাম না করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের তীব্র সমালোচনা করা হয়। এদিনে বিধানসভা অধিবেশনে পরের দিকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তার আগে শাসক ও বিরোধীদের মধ্যে আলোচনায় উত্তাল হয়ে ওঠে বিধানসভা।

এদিন বিধানসভায় বাংলা ভাগ শাসক বিরোধী আলোচনায় উত্তপ্ত হয়ে ওঠে। সেখানেই চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'বিরোধী দল জানে না কী চায়। কেউ বলছেন রাজ্য চাই। কেউ বলছেন ভাগ চাই।' চন্দ্রিমার মন্তব্যের বিরোধিতা করেছেন বিজেপি বিধায়করা। প্রতিবাদ করে বলতে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'যে প্রস্তাব আনা হয়েছে তা মনে হচ্ছে রাজনৈতিক দলের লিফলেট। রাজ্য থেকে নির্বাচিত সাংসদ , মন্ত্রী কখনও কেউ রাজ্য বিভাজনের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের প্রস্তাব দিয়েছেন।' যদিও শুভেন্দুর মন্তব্যের বিরোধিতা করে শাসক দল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদেরই প্রস্তাব আনার কথা বলেন।

Latest Videos

শুভেন্দু অধিকারাীর পরে বলতে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গ এক থাকবে। আমি শোভেনদেব চট্টোপাধ্যায়কে অনুরোধ করবে,স্পিকার বিরোধী দলেরহ নেতার প্রস্তাব যুক্ত করা হোক। সুগঠিত প্রস্তাব এলে গ্রহণ করা হোক। ' মমতা আরও বলেন, 'আমি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বিশ্বাসী। কেন্দ্র যেমন সহযোগিতা করবে রাজ্যও তেমন কেন্দ্রকে সহযোগিতা করবে।'সোমবার সকালে প্রস্তাব নিয়ে বিজেপির তরফে প্রথম বক্তব্য রাখেন তপনের বিধায়ক বুধিরাই টুডু। বিধানসভায় তিনি জানান, সুকান্তের মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। সুকান্ত বাংলা ভাগের কথা বলেননি বলেও দাবি করেন দক্ষিণ দিনাজপুর জেলার এই বিধায়ক।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রাজ্যে বন্যা পরিস্থিতির জের, বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল মমতার, মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা Suvendu-র
এ আরেকটা শাহজাহান! অপহরণের অভিযোগে কাউন্সিলরের গ্রেফতারিতে কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
'লক্ষ্মীর ভাণ্ডার! দিদি চোর...' হাতে বাঁশ নিয়ে TMC নেতাদের অপেক্ষায় গ্রামবাসীরা! | Panskura Flood |
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood