ছিপছিপে হয়ে গেছেন অনুব্রত মণ্ডল, তিহার জেলের কড়া অনুশাসনে ২ বছরে ওজন কমেছে ৩০ কিলো

Published : Sep 22, 2024, 12:51 PM IST

অবশেষে কুখ্যাত তিহার জেলে থেকে মুক্তি পাচ্ছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘ জেলযাত্রায় তাঁর ওজন কমেছে প্রায় ৩০ কিলো। 

PREV
110
অনুব্রত মণ্ডল

বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সোমবার মুক্তি পেতে পারেন তিবার জেল থেকে।

210
তিহার জেলে ছিলেন

প্রায় ১৮ মাস ছিলেন তিহার জেলে। দিল্লির রাউন অ্যাভেনিউ আদালত ১০ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে।

310
সোমবার জেল মুক্তি

সবকিছু ঠিকঠাক থাকলে সোমবার জেল থেকে বেরিয়ে আসতে পারেন অনুব্রত মণ্ডল। ওইদিনই তিনি ফিরতে পারেন কলকাতায়।

410
তিহারের কড়া অনুশাসন

ভারতের কুখ্যাত জেলগুলির একটি হল তিহার জেল। এই জেলের অনুশাসন অত্যন্ত কড়া।

510
তাতেই কামাল

তিহার জেলের কড়া অনুশাসনেই কামাল করে দিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর তাঁর ওজন প্রায় ৩০ কিলো কমেছে।

610
অনুব্রত ওজন

২০২২ সালে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় তাঁর ওজন ছিল প্রায় ১১৫ কেজি। ২০২৩ সালেই ৯১ কেজি হয়েছিল। অর্থাৎ গত বছরই তাঁর ওজন ৬ কেজি কমেছিল।

710
এখন ৩০ কিলো

জেল সূত্রের খবর বর্তমানে অনুব্রত ওজন আরও ৬ কিলো কমেছে। অর্থাৎ এখন তাঁর ওজন ৮৫ কিলো।

810
ওজনের জন্য অসুস্থ

অনুব্রতর ঘনিষ্টরা একটা সময় জানিয়েছিলেন অতিরিক্ত ওজনের জন্য তাঁর শরীরিত অস্বস্তি ছিল। একাধিক রোগ শরীরে বাসা বেঁধেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছিলেন'কেষ্টর মাথায় অক্সিজেন যায় না। ' তবে ওজন কমায় অনেকটাই সুস্থ অনুব্রত।

910
মেয়ে নিয়ে প্রত্যাবর্তন

সূত্রের খবর সোমবারই মেয়ে সুকন্যাকে নিয়ে কলকাতা ফিরতে পারেন অনুব্রত মণ্ডল। তারপর যেতে পারেন বীরভূমের।

1010
মমতার ঘনিষ্ট

তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট যেসব নেতারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁকে কেষ্ট বলেই ডাকেন। গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত।

click me!

Recommended Stories