পার্থ-অর্পিতার সম্পর্ক শেষ! জামিন মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে উঠল ভয়ের কথা

Published : Nov 27, 2024, 04:53 PM IST
SSC scam Partha Chatterjee girlfriend Arpita Mukherjee has two luxurious flat at belgharia spb

সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সেখানে ইডির আইনজীবী এসভি রাজু বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে ভয় পাচ্ছেন অর্পিতা।' 

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু সেখানেও উঠল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যেমন অর্পিতা মুখোপাধ্যায়ের নাম নেন তেমনই ইডির আইনজীবীও অর্পিতার নাম নেন। তবে সুপ্রিম কোর্টের পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার সওয়াল জবাবে স্পষ্ট হচ্ছে এই দুই বছরের জেল বন্দি জীবনে পার্থ-অর্পিতার সম্পর্কে ছেদ পড়ছে, দূরত্ব তৈরি হচ্ছে।

সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। সেখানে ইডির আইনজীবী এসভি রাজু বলেছেন, 'পার্থ চট্টোপাধ্যায়কে ভয় পাচ্ছেন অর্পিতা।' আর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগীর হাতিয়ার করেছেন অর্পিতাকে। কারণ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেছেন, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। কিন্তু অর্পিতা জামিন পেয়ে গিয়েছেন। অথচ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। কিন্তু তাঁর মুক্তি হয়নি। উল্টে তাঁকে জামিনের আবেদন জানাতে সুপ্রিম কোর্টে আসতে হয়েছে।

এদিন ইডির আইনজীবী বলেন,অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হলেও সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের । তার অর্পিতার বয়ানেই স্পষ্ট। তাঁর বাড়িতে রাখা হয়েছিল। ইডির আইনজীবীর আরও দাবি পার্থ চট্টোপা্ধ্য়ায়ের জামিন মঞ্জুর হলে নিয়োগ দুর্নীতির প্রমাণ লোপাট হতে পারে। তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় দুই তরফের আইনজীবীর সওয়াল জবাবে স্পষ্ট পার্থ আর অর্পিতার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। দুই জনেরই প্রেমের সম্পর্কে ছেদ পড়েছে।

যদিও তাদের এতদিনের কেমিস্ট্রি ছিল সম্পূর্ণ অন্য। জেল বন্দি অবস্থায়েও তাদের চোখের ইশারা আর প্রেম অনেকেরও নজর টেনেছিল। নিয়োগ দুর্নীতি আর হিসেব বহির্ভূত টাকা পাওয়ার জন্য ২০২২ সালে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতাকে। সেই থেকেই দুজনেই জেরে রয়েছে। সম্প্রতি জামিন পেয়েছেন অর্পিতা। এবার জামিনের আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ