ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্রের বিরোধিতা, তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Nov 27, 2024, 03:09 PM IST
Mamata Banerjee calls Hemant Soren asking him to handle manmade flood situation in Bengal bsm

সংক্ষিপ্ত

ফিরহাদ হাকিম বলেছেন, 'কেন্দ্রীয় সরকার একটি অগণতান্ত্রিক বিল আনার চেষ্টা করেছে। দেশজুড়ে এর প্রতিবাদ চলছে। সংখ্যালঘু সেলেও প্রতিবাদ সমাবেশ করতে চলেছে।' 

ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। সংসদে ও সংসদের বাইরে ওয়াফল বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের বাইরে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৩০ নভেম্বর রানিরাসমণি রোডে একটি সমাবেশ করা হবে। যেখানে উপস্থিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় সেই দিনই ওয়াকফ বিলের ওপর তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করতে পারেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দলের প্রবীণ নেতা ফিরহাদ হাকিম, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন।

ফিরহাদ হাকিম বলেছেন, 'কেন্দ্রীয় সরকার একটি অগণতান্ত্রিক বিল আনার চেষ্টা করেছে। দেশজুড়ে এর প্রতিবাদ চলছে। সংখ্যালঘু সেলেও প্রতিবাদ সমাবেশ করতে চলেছে।'

অন্যদিকে শীতকালীন অধিবেশনে ওয়াকফ বিল নিয়ে সংসদে সরব হবে তৃণমূল কংগ্রেস। যৌথ সংসদীয় কমিটিতেও বিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল। সূত্রের খবর সংসদে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-এর বিরোধিতা করে একটি প্রস্তবও আনতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে। এই বিলের মাধ্যমে রাজ্য সরকারের অধিকার লঙ্ঘনের চেষ্টা কর হবে বলেও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বচন। এই রাজ্যের ভোট ব্যাঙ্কের একটি বড় অংশই মুসলিম সম্প্রদায়ের। বলা যেতে পারে এই রাজ্যে সংখ্যা ভোটে বড় ফ্যাক্টর। আর সেই কারণে ভোটের আগে সবদিক খতিয়ে দেখেই ওয়াকফ বিল নিয়ে বিরোধিতার পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। ওয়াকফ বিল নিয়ে তৃণমূল ধীরে ধীরে সুর চড়াবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর