Kolkata Weather Forecast: সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া, দুপুর গড়াতেই ঝাঁপিয়ে নামবে বৃষ্টি? জানুন একুশে জুলাইয়ের আবহাওয়ার বিরাট আপডেট

Published : Jul 21, 2025, 12:50 PM IST

WB Weather Alerts: একদিকে একুশে জুলাই তৃণমূলের মেগা ইভেন্ট। তার উপর সোমবার। সকাল থেকেই আকাশের মুখ বেশ উজ্জ্বল। বেলা গড়াতেই কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট। দেখুন ফটো গ্যালারিতে।  

PREV
110
আজকের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২১ জুলাই সকাল থেকে ২২ জুলাই সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী- আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

210
কলকাতা ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে, জারি হয়েছে সতর্কতা

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৮.৯ মিলিমিটার। সোমবারও  হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

310
হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গ তথা সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও সিকিমেও আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

410
ভারী বৃষ্টিপাতের আশঙ্কা!

তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সিকিম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলাগুলির জন্য। আবহাওয়া দফতর জানিয়েছে, এই সমস্ত জেলায় ৭ থেকে ১১ সেমি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক স্থানে। 

510
কবে থেকে লাগাতার বৃষ্টি বঙ্গে?

উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD)। পূর্বাঞ্চলীয় আবহাওয়া কেন্দ্রের বিশেষ বুলেটিন অনুযায়ী,  গত ১৯ জুলাই থেকে শুরু করে ২৫ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টি হতে পারে। 

610
উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (০৭–২০ সেমি) হতে পারে বলে জানিয়েছে দফতর। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি (০৭–১১ সেমি) হতে পারে। 

710
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যসহ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। কিছু কিছু জেলায় অল্প কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া—সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ পৌঁছাতে পারে ২০ সেমি-তেও।

810
কবে থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ?

বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে।

910
নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে

বৃহস্পতিবার থেকে শুরু হবে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে।

1010
কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

আলিপুর আবহাওয়া অপিস সূত্রে খবর, সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে।

Read more Photos on
click me!

Recommended Stories