- Home
- West Bengal
- Kolkata
- Dilip Ghosh News: 'এটাই হবে তৃণমূলের শেষ শহিদ দিবস', একুশে জুলাই নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh News: 'এটাই হবে তৃণমূলের শেষ শহিদ দিবস', একুশে জুলাই নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh On 21 July: তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে আজকে কী দেখা যাবে বিজেপি নেতা দিলীপ ঘোষকে? সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

তৃণমূলের শহিদ দিবস নিয়ে বিস্ফোরক দিলীপ
একুশে জুলাইয়ের সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘’মমতা বন্দ্যোপাধ্যায় বার্ষিক উৎসব করেন! শহীদ দিবস নয় এখন একুশে জুলাই ডিম ভাত দিবস।''
তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ
একুশে জুলাই নিয়ে কড়া নিশানা দিলীপ ঘোষের। ‘’এটাই হবে তৃণমূলের শেষ শহিদ দিবস। এরপর তৃণমূল নিজেই শহিদ হয়ে যাবে।''
দিলীপের সাফ বার্তা
শহিদ দিবসের মঞ্চে আজ কোনও চমক থাকবে কীনা? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে দিলীপের সাফ বার্তা, ‘’ওই মঞ্চের থেকে আর তৃণমূলের শহীদ দিবস হবে না। কংগ্রেস ঈদের শহীদ দিবস লুট করেছে তৃণমূল। শহীদ দিবস আসলে রাজনৈতিক স্ট্যান্ট।''
দিলীপের নিশানায় শুভেন্দু!
‘’তৃণমূলের এমন একটাও লোক নেই যার নামে অভিযোগ নেই। পার্টিটাই দুষ্টৃতকারীদের। তৃণমূলও চায়না, দিলীপ ঘোষ তৃণমূলে যাক! বিজেপি ও চায় না। স্ত্রী পুরুষের মাঝখানে যারা আছে তারাই দু নম্বরি কাজ করছে।''
বিজেপির তরফেও শহিদ দিবসের আয়োজন
দিলীপ গোষ আরও বলেন, ‘’যারা আমাদের রাজনৈতিক সহিত তাদের মর্যাদা দিতেই আমাদের তরফেও আয়োজন করা হয়েছে শহিদ দিবসের। যারা শহিদের পক্ষে কথা বলছে তারা হিংসা করছে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।''
জুন মালিয়াকে নিশানা দিলীপ ঘোষের
একুশে জুলাইয়েক সভাতে দেখা যাবে জুন মালিয়াকে? জুন মালিয়া কোথায়? জুন চলে যাচ্ছে জুলাই চলে যাচ্ছে। জুন মালিয়াকে পাওয়া যাচ্ছে না। জুন মালিয়া আপনি কাজ করছেন কিনা ভাবুন। প্রশ্ন তুলে সরব বিজেপি নেতা দিলীপ ঘোষ।
একুশে দিলীপের চমক?
চমক হবে তো! সভাতেই বোঝা যাবে। একুশে জুলাই এর চমক প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষের।
দিলীপের কর্মসূচি
রাজ্যে ফিরেই জোরদার কাজ শুরু করতে পরামর্শ দিয়েছিলেন জেপি নাড্ডা। সেই মতই বড় পদক্ষেপ নিয়েছেন। তবে নিজের খাসতালুক থেকেই কাজ শুরু করতে চলেছেন দিলীপ।
দলের শহিদদের স্মরণ
২১ জুলাই নিজেরই পূর্বতন কেন্দ্র খড়গপুরে শহিদ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নিয়েছেন দিলীপ ঘোষ। সেখানেই দলের শহিদদের স্মরণ করবেন তিনি।
আজ কোন ম়ঞ্চে থাকবেন দিলীপ ঘোষ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে নয়, বিজেপি সূত্রের খবর , দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে দলের আদি নেতা ও কর্মীদের ডেকেছেন। সব মিলিয়ে একুশে জুলাই নিয়ে শাসক-বিরোধী উভয় শিবিরেই সোমে মেগা ইভেন্ট।

