'বেশি নয়, খুব অল্প খেয়েছি'!..রাতের অন্ধকারে রাজ্যের এক সরকারি হাসপাতালে মদের আসর!

প্রকাশ্যে রাতে সেখানে শৌচালয়ে বসছে জমজমাট মদের আসর। কার থাকছেন সেখানে! হাসপাতালেরই স্বাস্থ্য কর্মীরা। থাকছেন বহিরাগতরাও!

কবে আর টনক নড়বে! কবে চোখ খুলে দেখবে প্রশাসন! আরজি কর হাসপাতালে এত বড় ঘটনার পরেও রাজ্যের সরকারি হাসপাতালগুলোর অবস্থা তথৈবচ। এবার সামনে এল পুরুলিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছবি। প্রকাশ্যে রাতে সেখানে শৌচালয়ে বসছে জমজমাট মদের আসর। কার থাকছেন সেখানে! হাসপাতালেরই স্বাস্থ্য কর্মীরা। থাকছেন বহিরাগতরাও!

এরপরেই নিশ্চয়ই প্রশ্ন করবেন পুলিশ কই! কেন পুলিশ প্রশাসন জানে না এসব কীর্তি। তাহলে শুনুন।

Latest Videos

পুরুলিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের শৌচালয়ে দীর্ঘদিন ধরে চলে মদ্যপানের আসর। এই শৌচালয় পুরুষ-মহিলা সকলেই ব্যবহার করেন। সেখানেই যাঁরা দেখভালের দায়িত্বে তাঁরাই কি না বসিয়েছে বাংলার আসর? সব জানার পরও কোথায় পুলিশ? এই বিষয়ে এক স্বাস্থ্য কর্মী বললেন, "ভুল হয়ে গিয়েছে। আর খাব না।"

জানা গিয়েছে, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের পাশেই রয়েছে শৌচালয়। মূলত, রোগীর পরিবার ও আত্মীয়রা এটা ব্যবহার করেন। পুরুষ ও মহিলা উভয়ই সেখানে যান। এবার সেইখানেই দেখা গেল মদের আসর বসিয়েছেন বেসরকারি সেই সংস্থার স্বাস্থ্য কর্মীরা। শৌচালয়ের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার কর্মী নারায়ণ প্রামাণিক ও আরও এক হাসপাতালের ঠিকা সংস্থার কর্মী রয়েছেন সেখানে। যদিও তাঁরা দাবি করেন শৌচালয় বন্ধ হয়ে গিয়েছে। নারায়ণ আবার বললেন, "রোজ খাই না। দশ মাসে কখনও-কখনও। বেশি খাইনি। এত টুকু খেয়েছি।"

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি