নতুন বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে মিলবে আরও ৮০০ টাকা! কীভাবে? কোথায় করবেন ফর্ম ফিলাপ?
২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। এবার নয়া আপডেট। জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও ৮০০ টাকা মিলবে নতুন বছরের শুরুতেই।
ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। এবার নয়া আপডেট।
রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার। এবার জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে আরও ৮০০ টাকা মিলবে নতুন বছরের শুরুতেই।
ইতিমধ্যেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মহিলাদের জন্য আনা লক্ষ্মীর ভাণ্ডার।
এদিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি।
তেমনই এক প্রকল্প হল মেধাশ্রী (Medhashree Scholarship)।
কি এই প্রকল্প?
জানিয়ে রাখি, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য এই মেধাশ্রী প্রকল্প।
যাতে অর্থের অভাবে পড়াশোনা থমকে না যায়, মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে কোনও রকমের আর্থিক অভাব ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই প্রকল্প গড়া হয়েছে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলেই এই সুবিধা মিলবে।
পরিবারের বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকা বা তার কম। অবশ্যই তাকে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে।
পড়ুয়াকে পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে হবে। পাশাপাশি রাজ্য সরকারের অন্য কোন স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয়।