তাঁর সিংহভাগ কথা মিলেছে। তিনি বুলগেরিয়ান। মৃত্যুর আগেই একাধিক ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা হুবহু মিলে যাচ্ছে।
210
ভবিষ্যদ্বাণীগুলি
ডায়নার মৃত্যু থেকে শুরু করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তালিবানি হামলা যেমন ছিল তেমনই ছিল করোনা ভাইরাসের মহামারিও। তাই আগামী বাবা ভাঙ্গা আর যে ভবিষ্যদ্বাণীগুলি করেছেন সেগুলিও মিলবে বলে আশা তাঁর ভক্তদের।
310
২০২৫ সাল
কেমন কাটবে ২০২৫ সাল? তাই নিয়েও মৃত্যুর আগেই অনেক কিছু জানিয়েছিলেন বাবা ভাঙ্গা- তেমনই দাবি করেন তাঁর ভক্তরা।
410
ভূমিকম্প
২০২৫ সালে ভূমিকম্প হবে বলেও ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। তীব্রতর কম্পনের কথাও বলেছেন তিনি।
510
একাধিক ভূমিকম্প
২০২৫ সাল পড়ার পর থেকেই বিশ্বের একাধিক দেশ ভূমিকম্পের সাক্ষী। যার মধ্যে রয়েছে ভারতও। প্রতিবেশী দুই দেশে পাকিস্তান আর নেপালও দুলে উঠেছিল।
610
ধ্বংসলীলা
বাবা ভাঙ্গা বলে গেছেন বাবা বিশ্ব জুড়ে ধ্বংস দেখা দেবে। প্রচুর প্রাণহানি হবে চলতি বছরই।
710
ভবিষ্যদ্বাণী নিয়ে আশঙ্কা
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে আশঙ্কা রয়েছে ভারতের। কারণ চলতি বছর একাধিকবার দুলে উঠেছে ভারতের বিভিন্ন স্থান। এখনও কোনওটাই মারাত্মক আকার নেয়নি। কিন্তু আগামী দিনে কী হবে তাই নিয়ে আশঙ্কা রয়েছে।
810
২০২৫ নিয়ে ভবিষ্যদ্বাণী
যদি আমেরিকা থেকে এশিয়া কেঁপে ওঠে, যদি ভারত কেঁপে ওঠে, কলকাতা কি নিরাপদ থাকে? তাই নিয়ে আশঙ্কা করছেন অনেকে। কারণ বিজ্ঞানীদের কথায় কলকাতা ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত।
910
বিজ্ঞানীদের সতর্কতা
ইতিমধ্যেই কলকাতার জন্য বিজ্ঞানীরা সতর্কতা জারি করেছেন। কলকাতায় ভূগর্ভস্থ জলের সমস্যা রয়েছে। নগর পরিকল্পনাও বিজ্ঞান মেনে হয়নি। তাই ভূমিকল্প নিয়ে ভয় রয়েছে তিলোত্তমার।
1010
বাকি ভবিষ্যদ্বাণী
বাবা ভাঙ্গা বলেছেন, ইউরোপে ওলটপালট ঘটবে যুদ্ধ চলবে, বহু মানুষের মৃত্যু হবে, মাত্র ১৮ বছর পরেই মুসলিম শাসনাধীন হবে সারা ইউরোপ! সারা বিশ্বেই উত্থান ঘটবে বামপন্থীদের।