
সুকান্ত মজুমদার ১৫,৭১৩ ভোটে পিছিয়ে। এগিয়ে বালুরঘাট কেন্দ্রে তৃণমূল।
সকাল ৮টা থেকে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু। চূড়ান্ত প্রস্তুতি সারা। যুযুধান সব পক্ষ মেপে নিচ্ছেন পায়ের তলার জমি। এই কেন্দ্রে মূলত লড়াই বিজেপি সুকান্ত মজুমদার বনাম তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র-এর মধ্যে। শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন তা সময় বলবে।
বালুরঘাট (Balurghat Lok Sabha Constituency) ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট (Lok Sabha Election Results Live Update) দেখুন আমাদের সঙ্গে।