সর্বনাশ! মিডডে মিলে মিলল তেঁতুল বিছে, বাড়িতে না জানিয়ে ওই খাবার খাওয়ার নির্দেশ শিক্ষকদের

Published : Jun 29, 2024, 11:06 AM IST
centipede

সংক্ষিপ্ত

শিক্ষার্থীরা খাবার খাওয়ার সময় পাতে একটি আস্ত তেঁতুল বিছে ভেসে উঠতে দেখা গেলেও ততক্ষণে প্রায় সব শিক্ষার্থীই খাবার খেয়ে ফেলেছে। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

West Bengal: পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে মিড-ডে মিল খেতে গিয়ে, খাওয়ারে তেঁতুল বিছে খুঁজে পাওয়ার অভিযোগ উঠেছে। মিড-ডে মিল খাওয়া নিয়ে এলাকার একেবারে হুলুস্থূল কাণ্ড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিক্ষার্থীরা খাবার খাওয়ার সময় পাতে একটি আস্ত তেঁতুল বিছে ভেসে উঠতে দেখা গেলেও ততক্ষণে প্রায় সব শিক্ষার্থীই খাবার খেয়ে ফেলেছে। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এলাকায় খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ জানায়। কিন্তু কোনও কিছু উত্তর না দিয়ে স্কুলের শিক্ষকরা একে একে স্কুল থেকে বেড়িয়ে যান। এরপরেই অভিভাবকরা স্থানীয় পঞ্চায়েতে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানায় এবং দীর্ঘদিন ধরে চলা স্কুলের এই মিড-ডে মিল নিয়ে গাফিলতির বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। এই মুহুর্তে পড়ুয়ারা জানায় যে, খাবারে তেঁতুল বিছে খুঁজে পাওয়ার পর তারা শিক্ষকদের এই বিষয়ে জানালে তারা, বাড়িতে জানাতে নিষেধ করেছেন এবং ওই খাবারই খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এরপরেই অভিভাবকরা প্রশাসনের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি লিখিত অভিযোগ জানান। এলাকার প্রধা কালীপদ মাঝিকে জিজ্ঞাসা করা হয়ে তিনি বলেন, ঘটানাটি তিনি শুনেছেন, কিন্তু তিনি স্কুলের বিষয়ে সরাসরি কোনও হস্তক্ষেপ করতে পারেন না, তাই স্থানীয় প্রশাসন এই বিষয়টি যাতে গুরুত্ব সহকারে দেখেন সেই বিষয়ে তিনি নজর রাখবেন। গোটা রাজ্যজুড়ে একাধিক বার মিডডে মিল নিয়ে নানা জায়গায় গাফিলতির চিত্র ফুঁটে উঠেছে। কোথাও টিকটিকি তো কোথাও আরশোলা, ছাত্রছাত্রীদের স্বাস্থ নিয়ে এত অবহেলা কেন? প্রশ্ন করছেন অভিভাবকরা-

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন