SIR ভোটার শুনানি ঘিরে বাড়ছে আতঙ্ক, বারাসাতে লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত যুবক

Published : Jan 09, 2026, 04:42 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Barasat News:  এসআইআর-ভোটার শুনানিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন যুবক। ঘটনার খবর চাউর হতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির। কী বলছে তৃণমূল? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Barasat News: রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-ভোটার শুনানির কাজ। তার মধ্যেই ফের খবরের শিরোনামে মৃত্যুর ঘটনা। এবার এসআইআর-ভোটার শুনানির লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মধ্যমগ্রামে। 

কোথায় ঘটেছে এই ঘটনা?

জানা গিয়েছে, এসআইআর-এর ভোটার সংশোধনী লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মধ্যমগ্রাম বিধানসভার গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ৩৮ বছর বয়সের যুবক রমজান আলীর। পেশায় গাড়ি চালক রমজান এদিন মায়ের সঙ্গে গিয়েছিলেন বারাসাত ব্লক টু এর ভিডিও অফিসে এস আই আর এর নাম সংশোধনের জন্য। 

সূত্রের খবর, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় মানুষজন তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী সানবেরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়েই মৃত ওই যুবকের বাড়ি পৌঁছান রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান নিমাই ঘোষ সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের যাতে আর্থিক সাহায্য করা হয় সে বিষয়েও মন্ত্রী আশ্বাস দেন। মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, এই নিয়ে এসআইআর আতঙ্কে রাজ্যে অন্তত ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটল। শুধু তাই নয়, এর জন্য মন্ত্রী কেন্দ্রীয় সরকারের অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর পদ্ধতির তীব্র সমালোচনাও করেন। 

অন্যদিকে, শুক্রবার আগ্নেয়াস্ত্র সহ এক মহিলাকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। জানা গিয়েছে, ফেসবুকে আগ্নেয়াস্ত্র নিয়ে একটি ছবি পোস্ট করেছিল রিয়া সিং কর্মকার নামের এক মহিলা। সেই সূত্র ধরে তার খোঁজ চালিয়ে ভাটপাড়া থানা এলাকার নারায়নপুর শীতলাতলা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শাটার ও একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

হামলাকারীদের আড়াল করছে পুলিশ? থানায় রণংদেহি শুভেন্দু অধিকারী! | Suvendu Adhikari | BJP | TMC | News
কারা করেছে হামলা? হামলাকারীদের আড়াল করছে পুলিশ? থানায় রণংদেহি শুভেন্দু অধিকারী!