
I-PAC নিয়ে এবার বড় দাবি করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতির ১৬০০০০০০০ কোটি টাকা ঢুকেছিল আইপ্যাকের অ্যাকাউন্টে। তার চেকনম্বরও শুভেন্দু অধিকারীর কাছে রয়েছে বলেও দাবি করেছেন। শুক্রবার সকালে আইপ্যাক ইস্যুতে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল নিয়ে চলে যাওয়াকে ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করেছেন।
শুভেন্দু অধিকারী শুক্রবার জানিয়েছন, কেন্দ্রীয় প্রকল্প জল-জীবন-মিশন-এর ৮০০ কোটি টাকা পেয়েছিল বাংলা। কিন্তু কোনও কাজ হয়নি। বিরোধী দলনেতা আরও বলেন, ২০২১ সালে এই প্রকল্পের বরাত পেয়ছিল একটি সংস্থা। ১৭০ কোটি টাকার বরাত পেয়েছিল সেই সংস্থা। কাকদ্বীপের একটি ব্যাঙ্ক থেকে তার মধ্য়ে ১৬ কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এই লেনদেনের চেক নম্বরও শুভেন্দু জানেন বলে দাবি করেছেন।
অ্যাইপ্যাকে তল্লাশিতে বাধা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তেমনই অভিযোগ করেছেন শুভেন্দু। তিনি আরও বলেন, 'উনি প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে গেছেন। সেই তালিকা অনেকের কাছে রয়েছে। উনি যে ল্যাপটপ নিয়ে গেছে তাতে কী আছে কেউ জানে না। ' তবে গোটা ব্যাপারটা বেআইনি বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চ্যালেঞ্জ করেন। তিনি বলেন বিজেপি নেতাদের বাড়িতে তল্লাশি হলে পার্থ চট্টোপাধ্যায়ের কচি বান্ধবীর মত ৫১ কোটি টাকা পাওয়া যাবে না। তারপরই শুভেন্দু অধিকারী বলেন, 'আপনার বাড়িতে যদি তল্লাশি করা হয় ১০০ কোটি টাকা ইডি পাবে'। একই সঙ্গে শুভেন্দু অধিকারী আইপ্যাক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, 'আইপ্যাক কি পার্টি অফিস নাকি! ওটা তো কর্পোরেট সংস্থা.। তারা তাদের নথি দেখিয়ে দেবে... মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিবিআই পাছিয়েছিলেন। আমার প্রবীণ বাবা-মাকে হেনস্থা করা হয়েছে। আমার নন্দীগ্রামের এমএলএ অফিস সার্চ করেছে ওয়ারেন্ট ছাড়া। '