Arjun Singh: জগদ্দল গুলিকাণ্ডে এবার বিপাকে অর্জুন সিং ( Arjun Singh)। ব্যারাকপুরের (Barrackpore) প্রাক্তন সাংসদ তথা বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জরি করল ব্যারাকপুর মহকুমা আদালত।
Arjun Singh: জগদ্দল গুলিকাণ্ডে এবার বিপাকে অর্জুন সিং ( Arjun Singh)। ব্যারাকপুরের (Barrackpore) প্রাক্তন সাংসদ তথা বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জরি করল ব্যারাকপুর মহকুমা আদালত। গত ২৬ মার্চ গুলিকাণ্ডে অভিযুক্ত করা হয় অর্জুনকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ ব্যারাকপুর আদালতে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল। অর্জুন জানিয়েছেন পুলিশের আবেদন গ্রহণ করেছে আদালত। অর্থাৎ তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটেছিল। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে এই ঘটনায় সাদ্দাম হুসেন নামে একজন জখম হয়। তৃণমূলের দাবি জখম ব্যক্তি তাদের দলের কর্মী। অর্জুন তৃণমূলের কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এই ঘটনার পরই অর্জুনকে থানায় তলব করা হয়েছিল। যদিও অর্জুন হাজিরা দেননি। তারপর পুলিশ তাঁকে নোটিশ পাঠায়। তারপরই নিয়ম মেনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
অর্জুন জানিয়েছেন, 'আমি সকালবেলায় হইকোর্টে মামলা করেছি। পুলিশ আমার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা করেছিল। ওই এফআইআর ভুয়ো। তা ছাড়া এই কোর্টের ওপর আমার তো ভরসা ছিল না। তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আইনি লড়াইয়ের জন্য আমি প্রস্তুত।' অর্জুন জানিয়েছেন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম পাল্টা কটাক্ষ করেছেন অর্জুনকে। তিনি বলেছেন, সঠিক পদক্ষেপ করেছে পুলিশ। তিনি আরও জানিয়েছেন, গুলিবিদ্ধ সাদ্দাম নিজের চোখে দেখেছেন অর্জুন তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে। তিনি আরও জানিয়েছেন, পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। সিসিটিভি ফুটেজেও রয়েছে অর্জুনের গুলি চালানোর প্রমাণ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।