নিয়মিত মদ্যপান করে স্ত্রীর উপর অত্যাচার, কুপিয়ে খুন করে বিষ খেয়ে আত্মহত্যা

Published : Nov 02, 2024, 07:06 PM ISTUpdated : Nov 02, 2024, 07:21 PM IST
Crime News

সংক্ষিপ্ত

মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার সামাজিক ব্যাধি। অনেকেই এই ধরনের ঘৃণ্য আচরণ করেন। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক ব্যক্তি তাঁর স্ত্রীর উপর এরকমই নৃশংস অত্যাচার করলেন।

দীর্ঘদিন ধরে বাইরে থেকে মদ খেয়ে বাড়িতে ফিরে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার চালাতেন। তাঁকে খুন করার হুমকি দিতেন। বলতেন, ‘তোমাকে মেরে নিজে মরব।’ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশীরা সে কথা জানতেন। কিন্তু কেউই বুঝিয়ে কিছু করতে পারেননি। শেষপর্যন্ত হুমকি বাস্তবে পরিণত করলেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা কমল কর্মকার। তিনি স্ত্রী বিমলা কর্মকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর নিজে বিষ খেলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কমলের মৃত্যু হয়। তাঁদের ছেলের বয়স ২২ বছর। ফলে কমলের যথেষ্ট বয়স হয়েছে। এই বয়সে পৌঁছে স্ত্রীর উপর অত্যাচার, খুন স্বাভাবিক ঘটনা নয়। কমল হয়তো মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এই কারণেই তিনি এরকম নৃশংস কাণ্ড ঘটালেন।

সন্দেহের বশে স্ত্রীর উপর অত্যাচার!

ব্যারাকপুরে এই হত্যা ও আত্মহত্যার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মোহনপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহের বশেই নিয়মিত মদ খেয়ে বাড়ি ফিরে স্ত্রীর উপর অত্যাচার করতেন কমল। তিনি প্রায়ই স্ত্রীকে খুন করার হুমকি দিতেন। কিন্তু এভাবে যে সত্যিই খুুন করে বসবেন, সেটা কেউই ভাবতে পারেননি। শুক্রবার রাতে তাঁদের ছেলে বাড়িতেই ছিলেন। তিনি ঘুমিয়ে পড়ার পর স্ত্রীকে পাশের ঘরে নিয়ে যান কমল। সেই ঘরে শাবল, কাটারির মতো ধারালো অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে কুপিয়েই স্ত্রীকে খুন করেন কমল। এরপর তিনি বিষ খান। শনিবার সকালে বিমলার মৃতদেহ উদ্ধার হয়। বিষের প্রভাবে নেতিয়ে পড়েন কমল। তাঁকে টোটো করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা কমলকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, কমল ও বিমলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ছেলের ভূমিকা কী?

কমল ও বিমলার সাবালক ছেলে বাড়িতে থাকার পরেও কীভাবে এই ঘটনা ঘটল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। মায়ের উপর বাবা নিয়মিত অত্যাচার করছে দেখেও ছেলে কেন সতর্ক হল না, মাকে রক্ষা করতে পারল না, এই বিষয়টাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ইউপির এক ব্যক্তি লাইভে কাঁদতে কাঁদতে ছেলেকে খুন করে আত্মহত্যা করলেন! কারণ জানলে অবাক হবেন

বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর অর্ধনগ্ন দেহ, খুন না আত্মহত্যা? রহস্যের জট ছাড়াচ্ছে পুলিশ

Crime News: প্রেমিককে বিয়ে করতে বাধা! মহিলাকে খুন করে ৪ মাস আগেই পুঁতে দিয়েছিল জিম প্রশিক্ষক

PREV
click me!

Recommended Stories

নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, ২৫ বছরের কারাদণ্ড