দলীয় কর্মীদের মতে বেইমানি করেছেন বায়রন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নওসাদ সিদ্দিকি।
বায়রন বিশ্বাসের তৃণমূল যোগে প্রশ্নের মুখে সাগরদিঘি মডেল। বাম সমর্থিত জোটের প্রার্থীর এই পদক্ষেপে হতবাক সকলেই। ইতিমধ্যেই 'বিশ্বাসঘাতক','মীরজাফর' তকমা পেয়েছেন বায়রন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে ভুল হয়েছে বলে পরোক্ষভাবে স্বীকার করেছে কংগ্রেস। সাগরদিঘির বিধায়কের এই পদক্ষেপের জেরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীততে অন্যদিকে কংগ্রেসের পক্ষেও এ এক বড় ধাক্কা। সাগরদিঘি জয়ের তিন মাসের মাথায় ফের বিধানসভায় শূন্যে পৌঁছল কংগ্রেস। ইতিমধ্যেই এই গোটা ঘটনাকে 'মীরজাফরের' বিশ্বাসঘাতকতার সঙ্গে তুলনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দলীয় কর্মীদের মতে বেইমানি করেছেন বায়রন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন নওসাদ সিদ্দিকি।
বায়রন বিশ্বাসের দলবদল প্রসঙ্গে মুখ খুললেন নওসাদ সিদ্দিকি। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমকে নওসাদ জানিয়েছেন,'বাংলার ইতিহাসে এটা একটা খারাপ দিন হিসেবেই লেখা থাকবে।' ISF-এর ভাঙড়ের বিধায়ক আরও বলেন,'বিরোধী শূন্য করার যে খেলায় শাসকদল নেমেছে, বায়রন বিশ্বাস তাতে পা দিলেন। বায়রন সাহেব কোনও লোভের কাছে কিংবা কোনও গোপন ভয়ের কাছে আত্মসমর্পণ করলেন। সাগরদিঘির মানুষের আস্থা তিনি রাখতে পারলেন না। এভাবে মানুষের ভরসা ভেঙে ফেললে মানুষ আর কাউকে ভরসা করতে পারবে না। এমনিতেই আজকাল রাজনৈতিক দলের নেতাদের মানুষ ঘৃণার চোখে দেখেন। বারবার দলবদল করলে রাজনীতিকে কলুষিত করা হয়।'
বায়রন বিশ্বাসের তৃণমূল যোগের খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস নেতা সাইদুল শেখ। উল্লেখ্য উপনির্বাচনের সময় বায়রনের হয়ে লড়তে গিয়ে জেল খেটেছিলেন তিনি। সোমবার সাগরদিঘির পার্টি অফিসে গিয়ে বায়রনের সমস্ত ছবি পোড়াতে দেখা যায় তাঁকে। সাইদুলের দাবি,'ক্ষমতা থাকলে পদত্যাগ করে আবার লড়ুন।' তিনি আরও বলেন,'নির্বাচনের সময় ওঁর জন্য একমাস ধরে পরিশ্রম করেছি। তার প্রতিদান এই হবে, তা ভাবতে পারিনি।'
বায়রন বিশ্বাসের দল তৃণমূল যোগে হতাশ বামেরাও। এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সোমবার সাংবাদিকদের বললেন,'যা হল তা ভালো হল না। বুঝিনি এমন হবে।' সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি আসেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি এদিন আরও বলেন,খুব দুর্ভাগ্যজনক ঘটনা। বুঝিনি এরকম হবে। ওর মধ্যে একটা জড়তা ছিল। সো-মনা ছিল। ওকে তো বিধানসভাতেও যেতে দেখিনি।' বিমান বসুর কথায়,'একটা দুর্ঘটনা ঘটে গেল। সবকিছু বলা বা বিশ্লেষণ করা সম্ভাব নয়।'